স্বাধীনতার ছদ্ধাবরনেই পরাধীনতা...
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ১২ জানুয়ারি, ২০১৪, ০৯:২৪:৫২ রাত
অনুভুতি ওয়ালাদের দমবন্ধ হওয়া অবস্থা
খোলা আকাশের নিচেও শ্বাস কষ্টে ভুগছি
চোখেও কেমন জানি ধূসর দেখছি
চারিদিকে গোধূলির অসময়ে হাতচ্ছানি
অসম্ভব নিরবতায় বুকের গভীরে ভীতু কম্পন
কি হতে যাচ্ছে এই স্বাধীন চরাচরে
আবারোকি স্বাধীনতার ছদ্ধাবরনেই পরাধীনতা?
মানবতার অপমৃত্যু দিবলোকে!
তুমি আমি স্বাধীনতার বাহুবন্ধনে বন্দি
বাকহীন বিকলাঙ্গ অবুঝ শিশু।
বিষয়: বিবিধ
১০৬১ বার পঠিত, ৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন