রিমান্ডেতেই পরবো মারা,
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ০৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:০৪:১০ সন্ধ্যা
পুলিশরে কয় বাচাও বাবা
আমি ভাল ছেলে।
পুলিশ বলে চোর বেটা তুই,
তোকে দেব জেলে।
কেইবা শুনে কাহার কথা,
এক বারিতে ফাঁটায় মাথা,
ফিনকি দিয়ে রক্ত ঝরে,
ছট ফটিয়ে লোকটি মরে।
তবু দেশের মন্ত্রী বলে,
দেশটা নাকি ভালই চলে!
বহু মেয়ের গলায় ফাঁশি?
পুলিশ হাসে মুচকি হাঁসি!
আরো কিছু আসবে নগদ,
আপোস নামা মামলা বাবদ।
আদালতে বিচার গেলে,
খেল তামাসার বিচার চলে,
বাদী পাঠায় কেন্দ্র জেলে,
খুনিকে দেয় বাঁধন খুলে,
এমনি তর বিচার চলে,
বিচার পতির বাহু বলে।
রাস্তা ঘাটে মানুষ মরে,
হর হামেশা পানির দরে,
ড্রাইবার বেটা মাইরা পালায়,
টাকার জন্য পুলিশ জ্বালায়,
লাশ দিবেনা টাকা ছাড়া,
টাকার জন্যই লাশটি ধরা।
মন্ত্রী চালায় পাগলা ঘোড়া,
পাপির হাতে ফুলের তোড়া,
ডাকাত পুলিশ মানিক জোড়া,
কথা কইলে খাইবো ধরা,
রিমান্ডেতেই পরবো মারা,
এমন দেশেই আছি মোরা।
*************************
খাটি সোনার চেয়ে খাটি ওভাই আমার দেশের মাটি...
বিষয়: সাহিত্য
১২২৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবিতা পড়তে ভাল লেগেছে । ধন্যবাদ ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন