ষোল কুটি প্রান... Crying At Wits' End

লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ২১ মে, ২০১৩, ০৩:০৪:০৭ দুপুর

সারা দেহে ক্ষমতার রিপু

বুকের মধ্যে অশান্তির পাহাড়

পাপ পূন্য বিবেচ্য নয়

প্রতিশোধ একমাএ লক্ষ্য

হাজারো কৌশল প্রয়োগ-

ষোল কুটি বুকের উপর!

আপন জ্বালা মিটাবার খায়েশে

ষোল কুটি মানুষের উপর-

ক্ষমতার নগ্ন প্রয়োগ,

মনিব তুষ্টির বন্ধনায়- স্বার্থ জলাঞ্জলী,

পদ্মা মেঘনা যমুনা আজ বালুচর?

সিমাহীন অপরাধ আমলনামায়

নেই অনুতাপ-ক্ষমতার তাপে

মানুষের দাবী আজ হিমাগারে

শক্তি দেবতার পদ লেহনে মগ্ন

দেশ প্রেম আজ যাদুঘরে !

জুলুম আজ দিবালোকে-

লাশের দেহে দানবের উল্লাস

প্রতি নিয়ত বিকৃত লাশের মিছিল

চারিদিকে অতংকের কালো মেঘ

চাওয়া পাওয়ার দাবী আজ দিবা স্বপ্ন-

ষোল কুটি প্রান আজ উপেক্ষিত...।

বিষয়: সাহিত্য

১৬২৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

347710
২৯ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৩
নাবিক লিখেছেন : হুম ঠিক, চারিদিকে এখন শুধু জুলুম আর অত্যাচার।
347749
২৯ অক্টোবর ২০১৫ রাত ১১:৪১
আফরা লিখেছেন : সংখ্যায় ১৬ কোটি হলে কি হবে চেতনাহীন !!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File