স্বপ্নভাঙ্গা দুনিয়ায়

লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ১৫ মে, ২০১৩, ১০:৩৬:৪৪ রাত



রাতের চাদরে কষ্ট লুকিয়ে রাখি

নিরবতায় খুজি হারানো স্মৃতি

হৃদয় জ্বলে জোনাকির আলো হয়ে-

নিভু নিভু তারাদের মতো

শুধু ভাবি ফেলে আসা দিনের কথা।

কত আনন্দ স্বপ্ন দেখে ছিলাম

কত মালা গেঁথে ছিলাম-

তোমায় বাঁধবো জনম জনমের তরে-

হলোনা কোন এক অদৃশ্য লালসায়,

আজ বন্ধন হীন আমি-নেই পিছু ডাক

নেই ফিরিবার তাড়া-আমি ঘর ছাড়া।

স্বপনের ভেতর নতুন পৃথিবী দেখি

অচেনা গ্রাম নতুন মানুষ বড় আপন

কত অভিমান কত ছুটোছুটি-

যেন ফুরিয়েও ফুরায়না পথ চলা,

এভাবেই স্বপ্নের জীবন যাত্রা।

আবারো ফিরি স্বপ্নভাঙ্গা দুনিয়ায়

হতাশায় ডুবে থাকি স্মৃতির এলবাম নিয়ে

সময় যেন থেমে থেমে চলে-

কলে-কৌশলে কুড়ে কুড়ে খায়,

আমি বেঁচে থাকি-শুধু মরিবার তরে।

বিষয়: বিবিধ

১৫৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File