কবিতা, স্বাধীনতার কাঁদে !!!

লিখেছেন লিখেছেন টবমন ১৭ মার্চ, ২০১৩, ০৮:৩৬:২৭ রাত

মাগো, তোর আচলের রক্তের দাগ, কখনো কি মূছবে না ?

অশ্রুয় ভেঁজা তোর আঁচল খানি, কখনো কি শুকাবে না ?

মাগো, ৫২তে তোর সোনার সন্তান, ভাষার জন্য যারা দিয়েছিল প্রাণ,

বিলাপ করে কেঁদে মা তুই, ভাষা পেলি প্রতিদান

সেদিন শহিদের রক্তের স্রোতদ্বারা দেখে,

ক্ষত বিক্ষত তোর হৃদয় তল।

সেই ক্ষত শুকায়নি মা আজও তোর,

রক্ত ঝরছে হৃদয়ে তোর এখনো অবিচল ।

মাগো, তুই-না বলিস,আমরা বীরের জাতি,

বিশ্ববাসী একাত্তোরে বীরত্ব মোদের দেখেছে,

স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ প্রাণ, হাসতে হাসতে দিয়েছে ।

বুলেটের আঘাত বোক পেতে লয়,

মুক্তির স্বাধ নিয়ে,

মুক্তি কি মা পেলাম মোরা, স্বাধীনতা পেয়ে ।

মাগো মোরে বল না-রে তুই,

এখনু কেন লাশ ভাসে ?

জিজ্ঞেসিলে কাঁদিসরে মা তুই, অশ্রুভেজা নিঃশ্বাসে ।

শুনেছি মাগো, তোর কিছু সন্তানে-

সেদিন স্বার্থের লাগিয়া,

ভাইয়ের বোকে লাথি মেরেছে হানাদারের হইয়া ।

নিজের বোন কে তুলে দিয়েছে, হানাদারের কেম্পে,

নরকেও তাদের জায়গা হবে-না,

জ্বলবে চিতার তাপে ।

মাগো, স্মৃতির দুয়ারে দারিয়ে কাঁদিস,

হারানু সন্তানের মায়ায়,

দুঃখে কষ্টে মাঝে মাঝে হাসিস, ভবিষ্যতের আশায় ।

মাগো, এত রক্তের বিনিময়ে, স্বাধীন হল এই দেশ,

চল্লিশ বছর পরেও কি মা হবে-না, রক্তের খেলা শেষ ?

তখন না হয় পরাধীন ছিলি, কেঁদেছিলি তাই,

স্বাধীনতা পেয়েও কি মা তোর, কাঁন্নার শেষ নাই ।

মাগো নরগ যন্ত্রনা পেয়েও তুই, সন্তানের সুখের লাগিয়া,

আড়ালে তুই কত যে কাঁদিলি, আঁচলে মুখ ঢাকিয়া ।

এখনু কেন ভাইয়ের রক্ত ঝরে,স্বাধীন বাংলায়,

জবাব মাগো কে দিবে মোদের, এটাই জানতে চাই ।

কেন আজও মা বোনে কাঁদে, ভাই হারিয়ে ওরে ?

পতাকার মাঝে চেয়ে দেখ ঐ, স্বাধীনতা কাঁদে চুপে-সারে !!!!!!!!!!!!!!

বিষয়: Contest_mother

১৪৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File