Blogger মানে কি নাস্তিক?!
লিখেছেন লিখেছেন হাকালুকি ১৭ মার্চ, ২০১৩, ০৮:৩২:৩৮ রাত
আমি ব্লগ লিখি খুব কমই, তবে মনযোগী পাঠক এবং নীরবে ব্লগে বিচরন করি যখন সময় পাই । আজও ব্লগে বিচরন করছিলাম নিজের স্টাডিতে বসে, হঠাৎ আমার এক আত্বীয়ের প্রবেশ । আমাকে জিজ্ঞেস করলেন কি করছি, যেই বললাম ব্লগ দেখছি, অমনি খেপে গেলেন । ৭০ এর উপরে বয়স । রাজনীতির ধারেপাশেও নাই, তবে ধর্মপ্রান । উনার বদ্বমুল ধারণা, ব্লগার মানেই নাস্তিক ! শাহবাগীরা দেখছি ব্লগার নামটিকেই পঁচিয়ে ফেলেছে !!
বিষয়: বিবিধ
১৩৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন