এবার নিজ ছাত্রের বিরুদ্ধে শিক্ষিকার ধর্ষণ মামলা
লিখেছেন লিখেছেন হাকালুকি ২১ ডিসেম্বর, ২০১৪, ০৫:৪৪:৫৩ বিকাল
আরটিএনএন
ঢাকা: এবার নিজ ছাত্রের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক শিক্ষিকা।
রাজধানীর শ্যামলীর একটি ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউটের ওই শিক্ষিকা মিরপুর থানায় মামলাটি করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মইনুল ইসলাম জানান, শিক্ষিকা নিজেই বাদী হয়ে রবিবার মামলাটি দায়ের করেন।
তিনি বলেন, শিক্ষিকার শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, তিন মাস আগে ওই শিক্ষিকার সঙ্গে অভিযুক্ত ছাত্রের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চলতে থাকে অবাধ মেলামেশা।
এর জেরে ওই শিক্ষিকা তার ছাত্রকে বিয়ের জন্য চাপ দিলে ছাত্র তা মানতে অস্বীকার করে।
অবশেষে রবিবার ওই শিক্ষিকা তার প্রেমিক ছাত্রের বিরুদ্ধে মামলা করেন!
------------ এই হলো দেশের খবর! পুরো সমাজটাই কি পচে যাচ্ছে!! এ কি আমার সোনার বাংলা?!
বিষয়: বিবিধ
১৩৬৪ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখানে থানা পুলিশ করারও কি মানে ? এই সব মেয়েরা বিয়ে করলেও যে পরে স্বামীর কাছ থেকে ইচ্ছামত খসাতে না পারলে স্বামীর উপরও ধর্ষনের অভিযোগ আনবে না সেটা কি নিশ্চিত ভাবে বলা যায়?
কেমন শিক্ষিকা! আর কেমন ছাত্র!!
লিভ টুগেদার আর ভাল্লাগেনা তাই বিয়ের জন্য চাপ? কি লাভ? কয়দিন টিকে এসব বিয়ে?
কথায় আছে পাপ কখনো মাটিচাপা থাকেনা, তাইতো আজ আমরা জানলাম....হুম!!
এখানে মনে উলটা ছাত্রটার মামলা করা উচিত। কারন এটা হওয়ার কথা পরিক্ষায় ফেল করানর হুমকি দিয়ে ছাত্র ধর্ষন!!
মন্তব্য করতে লগইন করুন