কবিতা, আদর্শ সৈনিক !!!

লিখেছেন লিখেছেন টবমন ১৫ মার্চ, ২০১৩, ১২:৪৭:২৯ রাত

আদর্শ সৈনিক

তোমার বজ্র কন্ঠ উন্নত শির,

তুমি জিয়ার আদর্শ সৈনিক ।

হার মানবে-না ভেঙে যাবে, যতই আঘাত দিক্ ।

ওরা নিষ্টুর, ওরা পাষান, হিংস্র ওদের থাবা,

ধীক্কার দেবে ইতিহাস তাদের,

যতই করুক সভা ।

তুমি সত্যবাদী,তুমি দেশ প্রেমিক,

তোমার হয়না তুল-না,

তুমি আদর্শবাদী বলেই তাদের দেয়, কষ্ট আর যন্ত্রণা ।

যেখানে তারা সব গিলে খেতে চায়,

সেখানেই তুমি বাধাঁ ।

কিভাবে তোমায় সরাবে তারা,

দুশ্চিতা করে সদা ।

তারা করে ভারতের পূজা, দেশের স্বার্থ বিকিয়ে ।

বাধাঁ হয়ে তুমি জনতাকে বুঝিয়ে,

দাও তাদের ঠকিয়ে ।

তারা চায় লুটে পুটে খেতে, দেশ যায় যাক গোল্লায়,

তোমার ডাকে জনসারা দেখে,

তারা হুংকার দিয়ে চিল্লায় ।

জানে ওরা নিক্ষিপ্ত হবে-নর্দমার ভিতরে,

স্তব্ধ করতে চায় কন্ঠ তোমার,

রাখিয়া জেলের অন্ধকারে ।

কিন্তূ তারা এটা জানে-না, জনমত তোমার অধিক,

র্ধৈয্যের বাধঁ জনতার ভাঙ্গিলে, ভাব-বে-না ঠিক বেঠিক ।

জনতার থাবা কঠিন হয়ে তাদের উপর পরবে,

র্নিযাতনের সঠিক বিচার জনগনিই করবে ।

তুমি র্নিযাতিত অকুতোবয়, জয় তোমারি হবে,

মুক্ত হয়ে যেদিন আসবে শত্রুরা সব পালাবে ।

র্নিযাতনের হুলিয়া তুলিয়া, আঘাতের পর আঘাত,

সবি করেছে তোমার উপরে, তবুও করেছ প্রতিবাদ ।

ওরা নিষ্টুর, ওরা শয়তানের দল,ভন্ডমী ওদের স্বভাব,

ছলনায়-মায়াকান্না করে, জনতাকে দেখায় ভাব ।

ওরা খুনি-সন্ত্রাসিদের মুক্ত করে দিয়ে, ত্রাসের রাজত্ব চায়,

ভাল করে যে-জন,খুন, গুম করে,

ওরা, হাসিয়া মজা পায় ।

হা- হা-কার শব্দ কান পেতে শুন, কাঁন্নার সুর বাতাসে,

মৃত্যুপুরিতে পরিনত এদেশ, লাশের গন্ধ যে আসে ।

আর-না,আর-না,বজ্র কন্ঠে ডাক মুক্তির বান,

প্রতিবাদ কর দেশে আছে যত সকল বিবেকবান ।

মহাবীর বন্দি হয়েছে, হীরক রাজার দেশে,

আনতে হবে ভাঙ্গিয়া তালা, জিয়ার সৈনিকেরা কোথায়,

স্বাধীনতা যায় খর্ব হয়ে ,বিদ্বেষীদের থাবায় ।

যুদ্ধের জন্য সেই সেনাপতির উন্নত মমশির,

ঊল্কার ন্যায় আসবে ফিরে মীর্জা আলমগীর !!!!!

বিষয়: বিবিধ

১৮২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File