আমার ইরানী জীবন, চলছে যেমন (পর্ব-৩)

লিখেছেন লিখেছেন উমাইর চৌধুরী ১৫ মার্চ, ২০১৩, ০১:০২:৩৪ রাত

টার্কি হলো আমার দ্বিতীয় স্বদেশ। এরদোগান-গুল-দাভুতোগলু আমাদের কাছে আপনজন। জানো, গত বছর ৫ হাজার ছাত্রছাত্রীকে টার্কি স্কলারশীপ দিয়ে নিয়ে গেছে, আমাদের রাস্তা-ঘাট, কলকারখানা করে দিচ্ছে আমাদের টার্কি ভাই এরা। আমাদের অনেক তেল-খনিজ আছে, এতদিন লুটপাট চলেছে এবং আমরা এগুলো তুলতে জানতামনা। টার্কি সরকার ইঞ্জিয়ার পাঠিয়ে এগুলো তুলে দিচ্ছে। এখন আমাদের ছেলে-মেয়েরা আবার স্কুলে যাচ্ছে, আবার ইট-সিমেন্ট এর গাঁথুনী উঠছে, সেই দু:সহ দিনগুলো অতীত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমাদের কিন্তু বিশাল ইতিহাস আছে এবং এখন আমাদের নতুন স্বপ্নের জগত আবার গড়ে উঠছে। আর এই স্বপ্নের জগতে টার্কিরা জড়িয়ে যাচ্ছে ইতিহাস হয়ে। আল্লাহ ওদের ভাল করুন !

প্রশ্ন করলাম: আর সৌদ বা বুর্জ দুবাই এর মালিকরা ?

: ঘৃণায় মুখটা ঘুরিয়ে নিল অন্যদিকে, চোখে স্পষ্ট কষ্ট আর ঘৃনা দেখতে পেলাম ।

আর ইরান?

: মজলুম নিপীড়িত আর ক্ষুধার্ত মানুষের প্রতিনিধির চোখদুটো আবার ঝলসে উঠল। সেই চোখে কৃতজ্ঞতা আর ভালবাসার বহি:প্রকাশ ।

(গতকাল তেহরান থেকে আসার সময় বাসে নাজিব নামের এক সোমালীয়ান ভাই এর সাথে সুখ-দু:খের আলাপের অল্প কিছু অংশ, যিনি Imam Khomeini International University(IKIU), Qazvin এ ইকোনোমিক্স এ পড়ছেন)

বিষয়: বিবিধ

১৪৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File