মাহে রমজান দেশে দেশে -১ (ব্রাজিল)
লিখেছেন লিখেছেন উমাইর চৌধুরী ৩০ জুন, ২০১৪, ১১:৩৪:৫১ রাত
ব্রাজিলে প্রায় এক মিলিয়ন মানে ১০ লাখ মুসলমানের বসবাস। বেশীরভাগই আরব এবং আফ্রিকান দেশগুলো থেকে অভিবাসনে যাওয়া । ব্রাজিলে ইসলামের আগমন ঘটে সম্ভবত ১৫০০ শতাব্দীর পরে দাসদের হাত ধরে। ব্রাজিল তখন পর্তুগালের কলোনী, পর্তুগীজ ডাকাতদের লাট সাহেবী চলত সেখানে। পর্তুগীজরা আফ্রিকান বিভিন্ন দেশ থেকে নিগ্রোদের ধরে আনত ব্রাজিলে আখ চাষের জন্য। এসব দাসদের মধ্যে ছিলেন বহু পশ্চিম আফ্রিকান মুসলিম নিগ্রো। পরে দাসদের মাঝে আফ্রিকান মুসলিমরাই শুরু করেন দাওয়াতী কাজ। ইসলামের সাম্যের বাণী ঢেউ তুলে দাস সমাজে। গড়ে ওঠে একতা এবং ১৮০০ শতাব্দীর শেষদিকে ব্রাজিলের প্রথম বড় দাস বিদ্রোহ এবং আন্দোলনের নেতৃত্বে ছিল মুসলমানরা এমনই জানা যায় অনেক সূত্রে। ১৯০০ সালের শুরুতেও ব্রাজিলের মুসলিম জনসংখ্যা ছিল ১০ লাখ মত। এরপর ধীরে ধীরে গত শতাব্দীর শেষ দিকের বিভিন্ন সময় লেবানন-সিরিয়া-জর্ডান এবং আফ্রিকার বিভিন্ন দেশের মুসলমানরাও কেউ কেউ পাড়ি জমান দক্ষিণ আমেরিকার এই দেশে। রিও ডি জেনরিওতে মুসলিমদের ইসলামিক সেন্টার এবং বড় মসজিদ আছে কয়েকটা। আমাজানের দেশে রাজধানী ছাড়া অন্য দুটি শহরে মূলত মুসলিম কম্যুনিটি চোখে পড়ে। সাও পাওলো এবং পারানা। রমজানে তাই পরিবর্তন চোখে পড়ে ব্রাজিলের রাজধানী ও বড় এই দুই শহরসহ গোটাদেশের মুসলিম কম্যুনিটিগুলোতে। ছবিতে সাও পাওলোতে দুটি মসজিদে মুসল্লিদের রমজানে নামায আদায় করতে দেখা যাচ্ছে।
বিষয়: বিবিধ
৩৫০৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ।
আর নারিদের মসজিদে যাওয়া তো অনেকে হারাম! বানিয়ে দিয়েছেন।
২য় ছবিতে বাচ্চাগুলোকে কি আলাদা জায়গায় রাখার ব্যবস্থা নেই মাসজিদ কমপ্লেক্সে ?
আমাদের দেশেও তো ছোট ছোট বাচ্চারা মাসজিদে যায় , দুষ্টুমিও করে ; তবে এরকম সংঘবদ্ধভাবে করে না । কোন কোন বাচ্চা তো এমন সুন্দরভাবে নামাজ পড়ে যে বড়রাও লজ্জা পাবে দেখে ।
নামাজের সময় এরকম হল্লা করলে নামাজ ও মাসজিদের পবিত্রতা কি ঠিক থাকে ?
মহিলাদের মসজিদে নামাজ পড়তে আসা দোষের কিছু না । আবার নামাজ পড়তে আসতে দিয়ে বিশাল সাম্যবাদীতার কাজ করে ফেলেছে তাও জাহির করা ঠিক না ।
হাদিসে মহিলাদের মসজিদের থেকে বরং নিজ গৃহে নামাজ পড়ার কথা প্রতি মত দেওয়া হয়েছে ।
কারণ হতে পারে নিরাপত্তার বিষয়টি । ঘরের বাইরে ছেলেদের চেয়ে মেয়েরা বেশী রিস্কে থাকে ।
মন্তব্য করতে লগইন করুন