Tahmida Jannat-এর ফে ইসবুক স্ট্যাটাস থেকে...

লিখেছেন লিখেছেন মিকি মাউস ৩০ জুন, ২০১৪, ১০:৫৩:৪৬ রাত



Tahmida Jannat-যে কিছুদিন আগে ক্যানসারে মারা গেছে। তার FB আপডেট গুলা পড়ছি...

০৭ মার্চ ২০১৩

আজ আমার ক্যান্সার জীবনের সপ্তম দিন। খবরটা আব্বু আম্মু আমাকে দেয়ার সাহস করে নাই। সারিন আমাকে জানায় আমার লিউকেমিয়া।

কিভাবে নিব ব্যাপারটা বুঝতে পারছিলাম না। আমিতো ক্যানসারকে চাই নাই। তাহলে সে কেন আসল আমার কাছে। আমিতো অন্য কাউকে চেয়েছিলাম... যাহা পাই তাহা চাইনা।

১৩ জুলাই ২০১৩

শেষ পর্যন্ত স্কুলে যাওয়াও বন্ধ হল আমার। ব্লিডিং বেড়ে যাচ্ছে। কি অতভুত। একসময় ' স্কুল ফাকি দিতে জ্বরের ভান করে পড়ে থাকতাম। আর এখন স্কুলে যাওয়ার জন্য সুস্থ থাকার অভিনয় করতে হয়। পোয়েটিক জাস্টিস।

ক্যান্সার মনে হয় একটা মানুষের অতীতের সব খোজ খবর নিয়ে আসে। এই যে একসময় বৃষ্টি ভালো লাগত না। কিন্তু এখন যেন বৃষ্টিকেই আপন মনে হয়। রোদ অসহ্য লাগে। রোদ আমাকে আমার অক্ষমতার কথা মনে করিয়ে দেয়।

২২ সেপ্টেম্বর ২০১৩

আজ আমার বন্ধুরা আমাকে দেখতে এসেছিল। ঐশি, মৌমিতা, সানি, রিয়ন। অনেকদিন পর একটা ভালো সময় কাটালাম। কিন্তু কোথায় যেন সুরটা কেটে গেছে। আমি জানি ওরা আমায় প্রচন্ড ভালোবাসে।

সানি আমার চোখের দিকে তাকাচ্ছিল না। লজ্জায় বোধহয়। সম্পর্কটা শেষ হয়েছে প্রায় তিনমাস। আমার ক্যান্সারের কথা শুনে সানিই আস্তে আস্তে দূরে সরে যায়। আমি জানি ও আর মৌমিতা প্রেম করা শুরু করেছে।

খারাপ লেগেছে ওরা আমাকে খোলা মনে ব্যাপারটা জানালেই পারত। সত্যি কথা শোনার অধিকার কি থাকেনা একজন ক্যন্সার রোগীর। সবাই এমন অভিনয় করে কেন?

১৬ জানুয়ারী ২০১৪

অনেকদিন লিখিনি। অনেক দেরি হয়ে গেছে। রোগটা আমাকে গ্রাস করে ফেলছে। ইদানিং সানিকে খুব মনে পড়ে। ওকে ফোন দেই, ধরেনা। ক্যান্সার তো ছোঁয়াচে না। তবে কেন এত

অবহেলা।

আজকাল রিসানের সাথে কথা বলে সময় কাটে আমার। ছেলেটার সাথে আমার ফোনে পরিচয়। কোন শর্ত ছাড়াই ভালোবাসে আমায়। কিন্তু আমার কিছু করার নেই।

একজন ক্যান্সার রোগীর কাউকে ভালোবাসার কিংবা কারো ভালোবাসা পাওয়ার অধিকার নেই।

২৬ জানুয়ারী ২০১৪

দ্বিতীয় কেমো দিয়ে বাসায় আসলাম। চুলের ব্যপারে সবসময় একটু বেশি খুত খুতে ছিলাম আমি। নতুন নতুন ব্র্যান্ডের শ্যাম্পু কন্ডিশনার কিনতাম। এখন আর ওসবের প্রয়োজন হয়না। চুলই নেই, শ্যাম্পু দিয়ে কি করব।

কাজের বুয়াকে বলে ড্রেসিং টেবিল টাকে ঘর থেকে বের করে দিয়েছি। আয়নায় তাকাতে ভালো লাগেনা। এদিকে আব্বু আম্মুর মধ্যে ঝগড়া বেড়েই চলেছে দিন দিন। এই সম্পর্ক বেশিদিন টিকবে না আমি জানি।

ওইদিন মাঝরাতে ঘুম ভেঙ্গে দেখি আব্বু আমার পায়ের কাছে বসে কাদছে। ভালোবাসার বিয়ের এ কি পরিণতি। ভালোবাসার থেকে বোধহয় ক্যান্সারও ভালো...

০২ ফেব্রুয়ারী ২০১৪

২৬ ঘন্টা পর আমার জ্ঞ্যান ফিরল। রিসানের সাথে ঝগড়া করলাম অনেকক্ষন। ওর সাথে ঝগড়া করতে আমার ভালো লাগে। ঝগড়া করার কেউ থাকা লাগে জীবনে। না হলে বেঁচে থাকাটাই বৃথা...

১৩ মার্চ ২০১৪

গত ৪৮ ঘন্টায় আমায় নিয়ে যমে ডাক্তারে টানাটানি হয়েছে। আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছি ডাক্তাররা যাতে জিতে। কিন্তু জানি শেষ পর্যন্ত জয়টা ক্যান্সারের হবে।

লিখার শক্তি পাচ্ছিনা... সানিকে অনেক মিস করছি। যদিও মিস করাটা উচিত না। ক্যান্সার রোগীদের কাউকে মিস করার অধিকার নেই।

২৫ মে ২০১৪

এই লিখাটাই বোধহয় আমার শেষ লেখা হতে যাচ্ছে। শেষ শক্তিটুকু জমিয়ে লিখাটা লিখছি। আমার রেখে যাওয়া জিনিসের মধ্যে ডায়রিটা রিসানের ভাগে পড়েছে। ছেলেটার মধ্যে মানুষের মুখে হাসি ফোটানোর ঈশ্বর প্রদত্ত ক্ষমতা আছে। ও অনেক ভালো থাকুক।

লিখতে লিখতে চোখের কোণে জল জমে একফোটা। এই জলটা কার জন্য। জানিনা। খুব মিস করব। বাবা মাকে, আমার ছোট্ট বোন টাকে। বন্ধুদের মিস তো করবই। সানি ভালো থাকুক।

স্কুলের সামনে যে মামাটা আচাড় বিক্রি করত তাকেও মিস করব অনেক। আচ্ছা স্বর্গে কি আঁচার বিক্রি হয়। মনে হয়না। আরেকটা দিন বেঁচে থাকার শখ ছিল। আফসোস। যাহা চাই তাহা পাইনা।

(মে মাসের ২৭ তারিখে যুদ্ধটা শেষ হয়...)

বিষয়: বিবিধ

১৯৯৯ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

240424
৩০ জুন ২০১৪ রাত ১১:৪৬
আতিক খান লিখেছেন : এটা মেয়েটার লেখা নয়। একজন ফেসবুকারের লেখা - ওয়ারিশ আজাদ নাফি। আর মেয়েটা ফেব্রুয়ারিতে মারা যায়। কিছু ওয়েবসাইট লেখকের অনুমতি ছাড়া মেয়েটার ছবি সহ মেয়েটার লেখা বলে চালিয়েছে। আপনার সম্ভবত পুরো ঘটনা জানা নেই।
০১ জুলাই ২০১৪ বিকাল ০৪:৫৩
186728
মিকি মাউস লিখেছেন : জি, ঠিক বলেছেন, ধন্যবাদ। আমি পুরোটা জানি না... ছবিটাও আমি দেইনি, হার্ট টাচিং বলেই লেখাটা শেয়ার করেছি। একজন আমার ফেইসবুকের ইনবক্সে পাঠিয়ে ছিল।
240442
০১ জুলাই ২০১৪ রাত ০২:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
শিক্ষনিয় এবং মন ছুয়ে যাওয়া।
০১ জুলাই ২০১৪ বিকাল ০৪:৫৫
186730
মিকি মাউস লিখেছেন : আপনার ভাল লেগেছে জেনে সত্যি খুশি হলাম... আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ...
240492
০১ জুলাই ২০১৪ সকাল ১১:৩১
egypt12 লিখেছেন : আমাদের শেষের বেলায় কিছুই আমাদের হাতে থাকে না ভাই...জীবন খুবই নিষ্ঠুর :(
০১ জুলাই ২০১৪ বিকাল ০৪:৫৫
186731
মিকি মাউস লিখেছেন : তারপরও মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন দেখতে দোষ নেই বলেই হয়ত...
240507
০১ জুলাই ২০১৪ দুপুর ১২:০৭
চিরবিদ্রোহী লিখেছেন : চোখের কোণে ভেজা কিছু একটার অস্তিত্ব টের পেলাম.............খুবই টাচিং লেখা। অনেক ধন্যবাদ
০১ জুলাই ২০১৪ বিকাল ০৪:৫৭
186732
মিকি মাউস লিখেছেন : লেখার জন্য নয়, শেয়ার করার জন্য কিছুটা ধন্যবাদ হয় তো আমি পেতে পারি। আপনাকেও ধন্যবাদ...
281426
০৫ নভেম্বর ২০১৪ দুপুর ১২:০০
এস এম আবু নাছের লিখেছেন : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হে রাজিউন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File