রাক্ষুসে মন
লিখেছেন লিখেছেন হাফেজ আহমেদ ২৬ এপ্রিল, ২০১৬, ০২:২০:৫৩ দুপুর
আমি কত শত পথ জমিয়েছি পাড়ি
জীবনের প্রয়োজনে,
বসে নেই আজও
থেমে নেই মম হিয়া।
যাচ্ছে ক্ষয়ে মোর পাওনা
জীবন ঘণ্টাঘর অকাতরে,
এগোচ্ছি কালজয়ী সত্যের তরে।
বক্ষ দগ্ধ হয়ে আজ ভস্ম হয়ে যায়,
শিহরণ কম্পিত হয়ে উঠে ভাবনায়।
মিছে চরাচরের পিছে
জীবনের রোষানলে
ক্ষতবিক্ষত আজীবন,
জমিয়েছি যত ধন,
সব-ই অন্যের ভোগ বিলাসে,
আমি আজ শূন্য হাতে
একলা বিদায় প্রান্তে থেমেছি এসে।
তবুও রীতিনীতির বেড়াজালে
পুড়ছি আমি, জ্বলছি আজও
হাপরের দহনে জলন্ত অগ্নির
উস্কের ফুলকি হয়ে।
জীবনের মেলায়
বেলা ফুরিয়ে যায়,
রাক্ষুসে মন মত্ত আজও মোর
ধন লালসায়।
নিথর নর্দমার কর্দমায় মিশে
নব যৌবন আজ বৃদ্ধায়,
আজও হল না শেষ প্রয়োজনের
উতলা হৃদয় মাতে প্রয়োজন সুধায়।
বিষয়: বিবিধ
১০৫২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকেও অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন