সংঘঠন

লিখেছেন লিখেছেন হাফেজ আহমেদ ৩১ মার্চ, ২০১৬, ০৫:২১:০৮ বিকাল

মোরা মত্ত মথন নেশায়

মোরা মরদ মোদের আশায়

অনল শিখা তৃষ্ণার জল

মোদের পিপাসায়

মোরা গর্জে উঠি করি পন

চিনব যত অচিন বন

মোদের সংঘেই সংঘঠন

শুদ্ধ মোদের ক্রিয়াঙ্গন

মোরা কল্যাণের দূত

মোরা বিস্ময় , মোরা অদ্ভুত

মোরা বজ্রের হাক, মোরা মৃত্যুরর ডাক

মোরা বৈশাখী বান, মোরা তরঙ্গের কলতান

বিজয় মোদের নির্মাণ, যৌবন আপন সন্ধান

গীবতককারী.......... সাবধান........!

ইলাহির ইশারায় মোরা ইন্তেজারী

মোরা পূর্ণের কান্ডারী।

মোরা আলোর দিশারী

মোরা যৌবনের পূঁজারী

বিজয়ক্ষুদায় মত্ত মোরা অনাহারী

মোরা অকর্ণ পাপ শ্রবনে

যৌবনের যুবরাজ মোদের স্মরনে

বিমূর্ষের নেই কোন ভয়

মোরা আজ ক্ষান্ত নয়

বিজয় মোদের নিশ্চয়

বজ্রমুষ্ঠিধর মোদের পরিচয়

মোরা পড়ব যেথায়

গড়ব সেথায়

শীশা হবে মোমের মত

মোদের ভালোবাসায়।

বিষয়: বিবিধ

৮৮৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364253
৩১ মার্চ ২০১৬ বিকাল ০৫:৩৫
কুয়েত থেকে লিখেছেন : লেখাটি ভালো লাগলো বজ্রমুষ্ঠিধর মোদের পরিচয় মোরা পড়ব যেথায় গড়ব সেথায়
শীশা হবে মোমের মত মোদের ভালোবাসায়। ধন্যবাদ আপনাকে
৩১ মার্চ ২০১৬ বিকাল ০৫:৪৭
302115
হাফেজ আহমেদ লিখেছেন : আপনার ভালোলাগায় আমি উৎসাহিত । আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
364268
৩১ মার্চ ২০১৬ রাত ০৮:১৪
শেখের পোলা লিখেছেন : কবিতাটা ভাল লাগল৷ তবে কোন নিয়মে লিখেছেন বুঝলাম না৷ ধন্যবাদ৷
০১ এপ্রিল ২০১৬ সকাল ১০:২৩
302159
হাফেজ আহমেদ লিখেছেন : কোন নিয়ম অনুসরণ করে লিখি নাই। কোন সমস্যা বা কোন আইডিয়া থাকলে জানালে খুশি হব।
০১ এপ্রিল ২০১৬ রাত ০৮:০১
302187
শেখের পোলা লিখেছেন : আমিও অমন লিখি৷ নিয়ম জানি না তবে ছন্দ আর লাইন সমান রাখার চেষ্টা করি ধন্যবাদ৷
০২ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৪০
302252
হাফেজ আহমেদ লিখেছেন : চমৎকার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File