প্রণয় সুধা
লিখেছেন লিখেছেন হাফেজ আহমেদ ২১ মার্চ, ২০১৬, ০৪:৪০:৩৭ রাত
আমার বিশ্বাস তুমি
তুমি-ই দেহের শ্বাস,
হুদয়, রন্ধ্র, ধমনী জুড়ে
তোমার বসবাস।
তুমি আমার জীবন তরী
তুমি-ই স্বপ্নপরী,
রক্ত কণিকার লহরি শিরা
তোমার দিশারী।
তোমার মায়ায়, প্রণয় সুধায়
প্রান, সে তো ক্ষুদ্র দান,
ভালোবাসার দিনে, ভালোবাসা বিনে
নেইতো বড় প্রতিদান।
পেরিয়ে যত সংঘাত, আসবেই সুপ্রভাত
প্রতিক্ষার পরেই রয়, অমৃত স্বাদ,
তোমার ভাবনায় উন্মাদ হুদয়
সমুচ্ছাসের আহলাদ।
বিষয়: বিবিধ
১০৬৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ আপনাকে।
মন্তব্য করতে লগইন করুন