বাচ্চাদের প্রশ্নের উত্তর
লিখেছেন লিখেছেন কানিজ ফাতিমা ৩১ জানুয়ারি, ২০১৪, ১১:০৮:১৪ সকাল
বাচ্চাদের সরাসরি উত্তর না দিয়ে পাল্টা চিন্তা উদ্রেককারী প্রশ্ন করুন। বাচ্চাকে তার প্রশ্নের সরাসরি উত্তর দিলে বাচ্চা শুধু তথ্যই পায় কিন্তু তার জ্ঞানের গভীরতা বাড়ে না। তথ্য যাচাই বাছাই করে গ্রহনের দক্ষতা তৈরী হয় না। আপনার সন্তান হতে যাচ্ছে "তথ্য" যুগের বাসিন্দা। সে তথ্যের সাগরে বসবাস করবে- হাতের মোবাইলে তথ্য, মিডিয়ায় তথ্য , বাসের গায়ে তথ্য স্টিকার ফ্লাইয়ারে তথ্য। চারিদিকে তথ্যের ছড়াছড়ি - যা আমদের বেড়ে ওঠার সময় থেকে আলাদা। এসব তথ্যের সবটাই কি ঠিক?- না, তা হতে পারে না। সত্য, মিথ্যা , অর্ধসত্য, সত্যের রঙ্গে মিথ্যা - এমন কোটি কোটি তথ্য সাগরে ভাসবে আপনার সন্তান। কাজেই আপনার সন্তানকে সেই দক্ষতা নিয়ে বড় হতে হবে যাতে সে জানে কিভাবে তথ্যের যাচাই বাছাই করে গ্রহণ বর্জন করতে হয়।
বাচ্চার প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন করে বাচ্চার তথ্য যাচাইয়ের শক্তিকে বাড়িয়ে দিতে পারেন।
একটা উদাহরণ দিচ্ছি-
রিনি- আম্মু, কুকুররা ছেলে আর বিড়ালরা মেয়ে, তাই না আম্মু?
(বলেননা যে, না আম্মু। কুকুর - বিড়ালরা ছেলে মেয়ে দুই হতে পারে)
মা- কেনো তোমার এমন মনে হচ্ছে? ( এরূপ প্রশ্নে আপনার বাচ্চা নিজের চিন্তার পেছনের কারণ চিন্তা করতে শিখবে - একে বলে Meta cognition, যা উচ্চ পর্যায়ের জ্ঞান)
রিনি - কুকুরগুলো বড় আর অনেক জোরে ডাকে ছেলেদের মতো। আর বেড়ালগুলো ছোট আর নরম আর মিউ মিউ করে ডাকে - মেয়েদের মত।
এবার আপনি যা করতে পারেন তাহলো বাচ্চাকে ছোট কুকুরের ছবি বা ভিডিও দেখিয়ে জিজ্ঞাসা করতে পারেন -
মা-এগুলো কি ?
রিনি- এগুলো কুকুর।
মা- এরা কি বড়?
রিনি- না ছোট।
মা- তারমানে কুকুররা সব সময়ে বড় হয়না।
এবার আপনার বাচ্চাকে বাচ্চাসহ মা-কুকুর দেখান বা অন্তত ছবি দেখান ।
মা- এটা কি?
রিনি- কুকুর
মা- ছেলে নাকি মেয়ে ?
রিনি- মা কুকুর
এভাবে সরাসরি উত্তর বা তথ্য না দিয়ে প্রশ্নের মাধ্যমে আপনার সন্তানকে কিভাবে জ্ঞান আহরণ করতে হয় তা শিখিয়ে দিন।
চাইনিজ একটা প্রবাদ আছে -
'কাউকে একটা মাছ দেবার পরিবর্তে মাছ ধরা শিখিয়ে দিন। সে সারা জীবন মাছ খেতে পারবে।'
আপনার সন্তানের সামনে তথ্য দেবার পরিবর্তে শিখিয়ে দিন কিভাবে সঠিক তথ্য পেতে হয় - সারা জীবন এটা তার কাজে লাগবে ।
বিষয়: বিবিধ
১২৩৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দুঃখের বিষয় আমাদের দেশের বেশিরভাগ মা ই শিশুদের প্রশ্নের উত্তর দেয়া কে অপমানজনক মনে করেন। শিশুদের প্রশ্নের উত্তর কখনও ধমক কখনও আদর দিয়েই শেষ করেন। এখনত সিরিয়াল চলার সময় কোন শিশু প্রশ্ন করলে মাইর ও খাইতে হয়। শিশুদের অপরিসীম কেীতুহল ই তার মধ্যে বুদ্ধির বিকাশ ঘটায়। আমরা শিশুদের প্রশ্নের জবাব হিসেবে প্রধানত যা বলি বড় হও তারপর বুঝবে। বড় হওয়ার ধান্দায় কখন যে শৈশব হারিয়ে যায় তা বুঝতে পারিনা। আর অজ্ঞানতা নিয়ে বড় হওয়ার পর চিরদিন অজ্ঞানই থেকে যাই।
বাচ্চাদের প্রশ্নের ঝড় অনেক সময় সামাল দেয়া কষ্টকর মায়ের জন্য - এটা মেনেই সমাধান খুজতে হবে।
আমি একটা পদ্ধতি apply করি - তাহলো
Listen- think- then ask question
অর্থাত বাচ্চাদেরকে উত্সাহিত করা প্রশ্ন করার আগে ভাবতে - এতে প্রশ্নের পরিমান কমে কিন্তু quality বাড়ে
ভালো লাগলো আপনাকে
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন