ক্ষয় হওয়া সময় এবং ফেরা...
লিখেছেন লিখেছেন চক্রবাক ৩১ জানুয়ারি, ২০১৪, ১১:২৯:৫৮ সকাল
টুডেতে সময় খুব ভালই যাচ্ছিল, ব্লগার ভাইদের সাথে ভালই আড্ডা দিচ্ছিলাম কিন্তু হঠাৎ করে সবই বদলে গেল।
পুলিশের দৌড়ের উপর ছিলাম পুরো দুমাস,তারপর জেল, পুলিশের মাইর আরও কত কি ! তো সেসব কথা পরে হবে.।.। ;
আনেক দিন পর ফিরে এসে টুডেকে নতুন রূপে দেখে আমি চরম আনন্দে আছি, সকল ব্লগারদের দোয়া কামনা করছি। আশা করছি সাথেই থাকবেন।
বিশু,সাদিয়া মুকিম, শুকনোপাতা, আহমদ মুসা, সাফওয়ান, আলোর আভা, বিদ্রোহী, ম্যাজিক মুনসি, আইল্যান্ড স্কাই, মহাজাগতিক শয়তান, সত্য বচন, বুসিফেলাস, কুশপুতুল, ভিশন২০২১, পাথরের প্রতিবাদ , চোরাবালি, প্রেসিডেন্ট, গেরিলা, এক্টিভিষ্ট, হাসান তারিক, ইক্লিপ্স, আমরা মুক্তমনা,স্বঘোষিত ব্লগার,নিউজ ওয়াচ, ফাতিমা মারিয়াম,বিদ্রোহী রণক্লান্ত,সিটিজি৪বিডি,চোথাবাজ,আবু আশফাক,পুস্পিতা, আল্লাহর সন্তুষ্ট, নাম ম্যানশন করতে পারছিনা এরকম আরও অনেক ভাইয়ের। লেখাগুলো খুবই মিস করেছি।
বিষয়: বিবিধ
১২৫৩ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তোকে ফিরে পেয়ে আনন্দ লাগছে।
মন্তব্য করতে লগইন করুন