নিস্কৃয় ভাবালুতা নয় , চা্ই ইমানের দাবীর পরির্পুনতা .....
লিখেছেন লিখেছেন আমি আহমেদ মুসা বলছি ৩১ জানুয়ারি, ২০১৪, ১০:৪৭:০৬ সকাল
চলমান আন্দোলনের খোজ খবর নিতে প্রয়াসই আমার শ্রদ্ধেয় পুরাতন দাযিত্বশীল ও অতিতে সংঘটনের বিভিন্ন র্পযাযে দ্বায়ীত্ব পালনকারী ভায়েরা যোগাযোগ করেন । জানতে চান আন্দোলনের গতি -প্রকৃতি । কেও কেও আন্দেলনে সরাসরি সময় বা অংশ নিতে পারছেন না এ জন্য হতাশা ব্যক্ত করেন । আবার অনেকে জানালেন তারা নিয়মিত রোজাও রাখেন । উনাদের কেও কেও কে ফেবুতে ভালো সক্রিয় দেখা যায় । একজন জানালেন পিসিতে বসলেই তার কান্না আসে, ছোট ছোট ভাইদের আত্বত্যাগ আর তার অপারগতা তাকে কুরে কুরে খাচ্ছে ।
আমরা যদি হিসেব করি করি তাহলে দেখতে পাই ,চলমান আন্দোলনে অংশ গ্রহনকারি ভাইদের অধিকাংশই সমসাময়িক কালের । আর বিগত দশ বছরে ইসলামী আন্দোরনের ছাত্র সংগঠন থেকে যে বিরাট একটি সংখ্যা বিদায় নিয়েছেন তাদের উপস্থিতি অনেকাংশে কম । অথচ উনারাই হলেন ইসলামী আন্দোলনের সবচেয়ে পরিক্ষিত সৈনিক ।
আমি সে ভাইদের প্রতি সর্বোচ্চ সম্মান রেখে বলছি , ভাই আপনিতো একদিন এই সংগ্রামের পথ দেখিয়ে ছিলেন । আপনার রেখে যাওয়া কাজ আঞ্জাম দিতে এই অদক্ষরা আজ মাঠে । একদিন ছিলো আপনার দেয়া স্লোগানে আমি তাকবির দিতাম । ভাই , আজ ইসলাম আন্দোলনের ভার এই কচি হাত গুলো আর বইতে পাছেনা । ময়দানে আজ আপনাদের খুব বড়ো প্রয়োজন অনুভব করছি ।
আমি জানি আপনার আজ অনেক দায়িত্ব । কিন্তু আজজে আপনার আন্দোলনের অস্তিত্ব সংকটের সম্মুক্ষিন । মনে আছে ভাই সেই মিছিলে কথা , বাতিল গুলি করবে তাই এই ছোট ভাইদের বাচাতে নিজের বুক পেতে দিযেছিলেন ? নিজের জীবন থেকেও দ্বীনকে ভালো ভেসেছেন এবং আজো বাসেন ।
আপনি নিস্চয় আমার চাইতে ভালো জানেন বুঝেন । তারপরেও বলছি,আল্লাহ না করুন আমাদের যে কোন ধরনের পরাজয় এই দেশকে ফিলিস্তিনে পরিনত করবে, এতে কোন সন্দেহ নেই। কারন তারা যেমন জানে তেমনি আমরাও জানি, এই খেলায় যে হারবে এই দেশ তার জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই হবেনা । যাই হোক যা বলতে চাচ্ছিলাম ……..
আসুননা ভাই আরেকবার আপনার ধরা স্লোগানে কন্ঠ মেলাই । কচি হাতে ধরা ঝান্ডাটা আপনার ছোয়তেই ইস্পাত হোক । আর ঘড়েবসে আন্দোলনের হিসেবনিকেষ নয় , নয় ফেবুতে বসে নিস্কৃয় ভাবাতুরতা , নয় নিজের কাছে নিজের হেরে যাওযা । এতদিন কি করেছেন তা ভুলে , যে যে খানে আছেন সেখন থেকে আন্দোলনের সাথে একাত্বতা জানান । স্থানীয় দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করুন । তৈরী হোন এক অনির্বায বিপ্লবের জন্য । পুরন করি ইমানের দাবী । মনেপড়ে পরে ভাই সেই সে ইসলামী সংগীত ....
“ইমানের দাবী যদি কুরবানি হয় ....
সে দাবী মেটাতে আমি ,তৈরী থাকি যেন
হে দয়াময় .........হে দয়াময়........”
এতক্ষন ধরে পাগলের প্রলাপ শোনাবার জন্য ক্ষমা চাইছি । আল্লাহ আমাকে –আপনাকে-আমাদের হেফাজত করুন । তার ইচ্ছার বাইরে কিছুই ঘটবে না । -আমীন । কোন ভুল কথা এসে গেলে তার জন্য ক্ষমা করবেন ।
বিষয়: বিবিধ
১২৮৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যাযাকাল্লাহ খায়ের
মুমিনদের ত্যাগের বিনিময়ে
মন্তব্য করতে লগইন করুন