স্বামী

লিখেছেন লিখেছেন কামরুল আলম ১৯ এপ্রিল, ২০১৪, ১০:৫০:২৫ রাত



স্বামী

তোমার কাছে বাংলাদেশের

ভূখন্ডটা দামী!

তাইতো হঠাৎ করছো দাবি তুমি

বাংলাদেশের তিন ভাগের এক ভূমি।

স্বামী

আমরা যদি আন্দোলনে নামি,

ভারত মাতার তিন ভাগের এক

আনবো তখন টেনে

উল্টা পাল্টা বলার আগেে

এইটা রেখো জেনে।

আর যদি ফের উল্টা কথা

তোমার মুখে শুনি

স্বামী তো নয় ‘বউ’ বানাবো

টোনা থেকে টুনি!

থাপড়াইয়া দাত ফেলবো ঠিকই

মারবো জুতো গালে

থাকতে সময় দাও নাকে খত

পার পাবে না কালে।

........................................

শ্যামলী আ/এ, সিলেট

১৯/০৪/২০১৪

বিষয়: সাহিত্য

১২৮২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

210349
১৯ এপ্রিল ২০১৪ রাত ১১:০৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : স্বামী তোমার পাছায় লাতি দিমু আমি ,,মনে রেখো আমি সিলেটি ,তার চেয়ে বড় আমি বাংলাদেশী
১৯ এপ্রিল ২০১৪ রাত ১১:১৩
158811
কামরুল আলম লিখেছেন : চলুন সবাই
কলকাতা দখল করতে যাই।
210359
১৯ এপ্রিল ২০১৪ রাত ১১:১১
নীল জোছনা লিখেছেন : তিনভাগের একভাগ না চেয়ে পুরাটা চাইলে বরং ভালো হতো। Day Dreaming Day Dreaming Day Dreaming আমরা দিল দরিয়া মানুষ কিনা
২০ এপ্রিল ২০১৪ সকাল ১১:১৬
158946
কামরুল আলম লিখেছেন : তা তো বটে!
210367
১৯ এপ্রিল ২০১৪ রাত ১১:২০
সন্ধাতারা লিখেছেন : বাংলাদেশের খেয়ে খেয়ে মুখে লেগেছে তেল;
লোভীর মাথায় ছুঁড়ে ফেলি কাঁচা কদ বেল।
২০ এপ্রিল ২০১৪ সকাল ১১:১৭
158947
কামরুল আলম লিখেছেন : আর কতকাল দেখবো এমন খেল্?Talk to the hand
210453
২০ এপ্রিল ২০১৪ রাত ০৪:২৯
প্যারিস থেকে আমি লিখেছেন : এমনিতেই ভারতের অংগরাজ্য হয়ে আছি এরপরও তিন ভাগের এক ভাগ চায় কোন আক্কেলে।
২০ এপ্রিল ২০১৪ সকাল ১১:১৮
158948
কামরুল আলম লিখেছেন : সেটাও ভাবার বিষয়। পুরোটা নেওয়ার পর আবার তিন ভাগের এক ভাগ দাবি করে। বে আক্কল 'স্বামী'।
210629
২০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৫৯
হতভাগা লিখেছেন : দিয়া দেন ভাই , দিয়া দেন । এখন তো ভালয় ভালয় চাইতাছে । পরে যখন কোটি কোটি লাশ ফালাইয়া দিয়া নিবে তখন তো এমনিতেই দিয়ে দিতে হবে ।

ভারতের কোলের ভিতর থাইকা তাদের সাথে পাঙ্গা নিয়া পারা যাবে নারে ভাই । তুইলা আছাড় মারলে নাড়িভূড়ি সব বের হয়ে যাবে ।
২১ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:০০
159586
কামরুল আলম লিখেছেন : হিসেব মতে তো অলরেজি দিয়েই দিলাম। তারপরও রেজিস্ট্রি করে নিতে চায় কেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File