সাঈদীরও যদি ফাঁসি হয়ে যায়
লিখেছেন লিখেছেন কামরুল আলম ২১ এপ্রিল, ২০১৪, ০৩:৫৬:৩৩ দুপুর
সাঈদীরও যদি ফাঁসি হয়ে যায়
পারবে তা বলো রুখতে কে?
যদিও করো বিক্ষোভ মিছিল
ঝরাও রক্ত বুক থেকে!
শত শত লোক দিয়েছে জীবন
ফাঁসির রায়ের পর থেকে
প্রশাসন যদিও দেয়না কভু
বেরোতে তাদের ঘর থেকে।
নারী ও শিশু, বৃদ্ধ-যুবক
বেরিয়েছিল যে রাজ পথে
ঠেকাতে পারেনি সরকারকে যে
ফাঁসি দেয়ার ওই কাজ হতে!
'গভমেন্ট গ্যাছে পাগল হইয়া
তারা তো একটি রায় চায়'
সাঈদী ভক্তরা পথে পথে ঘুরে
করে যে শুধু হায় হায়!
ঝটিকা মিছিল ও হরতাল দিলে
সাঈদী কভু কী ছাড়া পাবে?
হয়তো জীবন দিয়ে যাবে সবে
নয়তো সকলে তাড়া খাবে!
বিষয়: সাহিত্য
১৫৮২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন