ক্বুরআনিক কাব্য

লিখেছেন লিখেছেন কামরুল আলম ০৫ জুলাই, ২০১৪, ১১:৩২:৫৮ সকাল

(১)

এই পৃথিবী যখন খাবে

ভীষণ বেগে দোলা

এই মাটি, এই জমিন ফেটে

সব হবে যে খোলা।

লোকজনেরা বলবে তখন

কি হয়েছে কি?

জমিন নিজেই জবাব দেবে

বলবে কাহিনী।

কারণ তোমার প্রভু তাকে

দিবেন যে নির্দেশ

একই স্থানে মিলবে সবাই

যেন নতুন দেশ!

কি করেছে সারা জীবন

সবই দেখা যাবে

বিন্দুসম কর্মফলও

সবাই হাতে পাবে।

...................................

সূরা আয-যিলযাল অবলম্বনে

০৪/০৭/২০১৪

শ্যামলী আ/এ, সিলেট

বিষয়: সাহিত্য

১২৬১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

241885
০৫ জুলাই ২০১৪ দুপুর ০১:১২
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৬ জুলাই ২০১৪ রাত ০২:৪৯
187978
কামরুল আলম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
241923
০৫ জুলাই ২০১৪ দুপুর ০২:৪৬
শিশির ভেজা ভোর লিখেছেন : কি করেছে সারা জীবন
সবই দেখা যাবে
বিন্দুসম কর্মফলও
সবাই হাতে পাবে।

কর্মফল আর কি জাহান্নামের খড়ি। Crying
০৬ জুলাই ২০১৪ রাত ০২:৫০
187979
কামরুল আলম লিখেছেন : Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File