ফিলিস্তিনের কান্না
লিখেছেন লিখেছেন কামরুল আলম ১১ জুলাই, ২০১৪, ০৪:৪২:৩১ রাত

মরছে শিশু, বৃদ্ধ, নারী
পুড়ছে তাদের ঘর বাড়ি
কাঁদছে আকাশ বাতাস যেন
তাদের সাথে স্বর ছাড়ি!
বুক ফাটা সব আর্তনাদ আর
মুসলমানের কান্নাতে
ফেরেশতারাও কাঁদছে যেন
আসমানের ওই জান্নাতে।
আমরা তবু খুব স্বাভাবিক
ভাসাচ্ছি গা আনন্দে
শাহাদাতের সুধা পান যে
করছে তারা সানন্দে!
................................
১১/০৭/২০১৪
শ্যামলী আ/এ, সিলেট
বিষয়: সাহিত্য
১৯১৬ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন