''মিসর ও মুসলিম ব্রাদারহুড'' চতুর্থ পর্বঃ

লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ১৯ এপ্রিল, ২০১৪, ১০:৩৬:২১ রাত



২০১৩ সালের ৩ জুলাই সেনা অভ্যুত্থানে ড.মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হলে তার পরের দিনই ৪ জুলাই মুরসিকে ক্ষমতায় ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনে ঝাপিয়ে পরে মিসরবাসী। নাসের সিটির রাবা আল আদাউইয়া মসজিদ ও আন-নাহদা স্কয়ারে অবস্থান নেয় প্রেসিডেন্ট মুরসির সমর্থকেরা।



তাহরির স্কয়ারে ১৮ দিনের টানা আন্দোলনে মোবারকের পতন হয়েছিল। এবার সবার প্রিয় মুরসিকে ফিরিয়ে আনতে ১৮ দিন ছাড়িয়ে টানা ৪১ দিন রাজপথে অবস্থান ধরে রেখেছিল মুরসি সমর্থকরা। এ অবস্থান ধরে রাখতে তাদের দিতে হয়েছে প্রতি-নিয়ত রক্ত। তাদের রক্তে মিসরের রাজপথ হয়েছে রক্তাক্ত।

বাবার সামনে ছেলেকে, মায়ের সামনে মেয়েকে, ভাইয়ের সামনে ভাইকে এভাবে অগণিত কাছের মানুষকে শহীদ হতে দেখেছেন অসংখ্য পিতা-মাতা, ভাই ও কাছের মানুষ।

কিন্তু শাহাদাতবরকারীদের মাঝে মাঝেই দেখা গেছে হাসি মুখে মৃত্যুকে আচ্ছাদন করতে।



যা দেখে আমিও সেই সময় গুলোতে চোখের পানি ধরে রাখতে পারিনি। আল্লাহ তাদের সকলকে কবুল করুন, আমিন।

আন্দোলনের প্রথম থেকে পুরুষদের পাশাপাশি মহিলা ও শিশুদের অংশগ্রহন ছিল চোখে পড়ার মত। কোলে নিয়ে অসংখ্য মাকে দেখা গেছে রাজপথে দুর্বার আন্দোলনে শরীক হতে।





তাদের সাথে কিছু পঙ্গুত্ববরণকারি ভাইদেরও দেখা গেছে।



সে সময় মিসরের আন্দোলনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করতে দেখা গেছে, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ইসলাম প্রিয় জনগনকে। রাজপথে তারা বিক্ষোভ করেছে মুরসির পক্ষে।



আর যারা রাজপথে নেমে মুরসির পক্ষে বিক্ষোভে যোগ দিতে পারেননি অনলাইন যোগাযোগ মাধ্যম যেমনঃ ফেসবুক, টুইটার ইত্যদি মাধ্যমে মিসরের সার্বক্ষনিক আপডেট এবং বিভিন্ন সংবাদ শেয়ার করে দেশ-বিদেশের মুরসি প্রেমীদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করেছেন।

আন্দোলনের শুরু থেকে মুরসি সমর্থকদের উপরে বারবার ঘটেছে নৃশংস হত্যাকাণ্ড, জরুরি অবস্থা জারি ও কারফিউ ঘোষণার পরও আন্দোলনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ কোন অংশেই কমেনি।

বরঞ্চ তাদের মনোবল আগের মতোই আছে। কোন কিছুই তাদের দমাতে পারেনি। তারা উজ্জীবিত হয়েছে শহীদদের রক্তে।

সামনে পর্বে থাকবে রাবেয়া স্কয়ার নিয়ে মর্মস্পর্শী কিছু কথা...

আগের পর্ব পড়তে ঘুরে আসতে পারেনঃ http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2875/knabilbd/42910#.U1K7i6K40f4

বিষয়: বিবিধ

২২৬২ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

210336
১৯ এপ্রিল ২০১৪ রাত ১০:৪০
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৯ এপ্রিল ২০১৪ রাত ১১:২৩
158815
দিগন্তে হাওয়া লিখেছেন : আপনাকেও ধন্যবাদ Good Luck
210346
১৯ এপ্রিল ২০১৪ রাত ১১:০০
সন্ধাতারা লিখেছেন : It is an extraordinary example for Muslim of the world those who have faith in Allah. Thank you brother for good piece of writing.
১৯ এপ্রিল ২০১৪ রাত ১১:২৪
158816
দিগন্তে হাওয়া লিখেছেন : Welcome, pray for me..
210352
১৯ এপ্রিল ২০১৪ রাত ১১:০৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আল্লাহ মজলুমদের সাহায্য করুন ,,আমিন
অনেক ধন্যবাদ
২০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২৩
159159
দিগন্তে হাওয়া লিখেছেন : আমিন, আপনাকেও ধন্যবাদ Good Luck
210362
১৯ এপ্রিল ২০১৪ রাত ১১:১৫
নীল জোছনা লিখেছেন : গরুর রক্তকে মানুষের রক্ত বলে চালানো ঠিক না। সঠিক ইতিহাস ও ডকুমেন্ট দিয়ে বিচার করুন।
210364
১৯ এপ্রিল ২০১৪ রাত ১১:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
মিশরে পুনরায় বিজয় হবে ইনশা আল্লাহ।
২১ এপ্রিল ২০১৪ রাত ১২:১০
159366
দিগন্তে হাওয়া লিখেছেন : ইনশা আল্লাহ
210454
২০ এপ্রিল ২০১৪ রাত ০৪:৩০
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১২
159633
দিগন্তে হাওয়া লিখেছেন : ধন্যবাদ Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File