সরল কথা =============

লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ১২ মার্চ, ২০১৩, ০৬:৫০:১১ সন্ধ্যা

বারাক ওবামা যদি ক্ষমতায় থেকে নির্বাচন করতে পারে তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন পারবে না?

সংসদে আইন করে তত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয়েছে। অনির্বাচিত সরকার হিসেব ক্ষমতায় এসে যাতে কেউ দীর্ঘস্থায়ী ক্ষমতায় থাকার লোভ করতে না পারে।

যখন যে সরকার থাকবে তার অধীনেই সংসদ নির্বাচন হবে। আর জনগণ এবং বিরোধী দল সেই নির্বাচনকে হাসিমুখে মেনে নিবে!

হে ক্ষণিকের ক্ষমতাধর!

বাংলাদেশের ভোট ব্যাংকে এমন একটি গোষ্ঠী আছে যারা কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়। তারা কিন্তু প্রত্যেক নির্বাচনের সময় বাঁক ঘুরে দাড়াতে সাহায্য করে, যদি সেই নির্বাচনটা সুস্থ হয়।

আর সেই গোষ্ঠী বা দল হচ্ছে নিরপেক্ষ মুসলমানগণ। যাদের থাকে ইসলামী লেবাস।

বর্তমান সময়ে যে চিত্র ফুটে ওঠেছে বাংলার প্রতিটি এলাকায়, এতে সাধারণ মুসলমানের মনে একটি আতংক বিরাজ করছে। তা হল গ্রেফতার! আর ‍মানুষ অপেক্ষা করছে এই সরকারের শেষ দিনটির। কখন তাদের ক্ষমতা শেষ হবে? কখন নির্বাচন আসবে আবার?

উচিত জবাবটি দেয়ার জন্য তৈরী আছে বর্তমানে আতংক গ্রস্থ সেই সব ইসলামী লেবাসধারী মুসলমানগুলো।

ক্ষমতারলিপ্সুরা! তৈরী থেক ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হওয়ার জন্য।

দাড়ি টুপি মানেই সবাই জামাতী নয়।

তাদের আকিদাগুলো সবাই পছন্দ করে না।

এখন সময় এমন হয়েছে- মুসলমান মানেই পুলিশী নজরদারী, হয়রানী, গ্রেফতার।

সর্বদা যারা শাসকগোষ্ঠীর নির্যাতনের ভয়ে তটস্থ আছে- তারা আগামী নির্বাচনে আপনাদেরকে সাজানো গুছানো সুন্দর সুন্দর বাঁশ দিবে। তৈরী থাকেন।

বিষয়: বিবিধ

১২২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File