পরবর্তী টার্গেট কে?
লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ২৩ নভেম্বর, ২০১৫, ১২:৩৯:৪৭ দুপুর

বাংলার মাটিতে রাজাকারদের! বিচার হচ্ছে, হবে। তবে সব “রাজাকার”!দের নয়। যারা বিরোধী দলে আছে তাদের বিচার।
বিচার যে একতরফা প্রহসন মূলক হচ্ছে সেটা জাতি দেখছে, শুনছে, জানছে।
সমস্ত বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে পথ একটাই জেলে ভরে রাখা, মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেয়া।
তো পরবর্তী টার্গেট কে?
এক সময় ৭১ এর সমস্ত রাজাকারদের ফাঁসি হবে।
তখন নব্য রাজাকারের তালিকা তৈরী হবে।
তারা হবে ওই দলে বিশ্বাসী। যে দলের লোকগুলো ফাঁসি দেওয়া হয়েছে, বা হচ্ছে।
অর্থাৎ ইসলামী মনোভাবাপন্ন প্রকৃত ঈমানদার ব্যক্তিদের নামেরও তালিকা তখন তৈরী হবে। বিশেষ করে যারা প্রতিবাদ করবে জালিমদের।
এইভাবেই কি চলতে থাকবে???
বিষয়: বিবিধ
১২৫৭ বার পঠিত, ১১ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
দুনিয়া যারা হক পন্থী বলে পরিচিত তারে কেউই এমন জুলুমের উর্ধ্বে ছিলেন না।
মন্তব্য করতে লগইন করুন