পরবর্তী টার্গেট কে?

লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ২৩ নভেম্বর, ২০১৫, ১২:৩৯:৪৭ দুপুর



বাংলার মাটিতে রাজাকারদের! বিচার হচ্ছে, হবে। তবে সব “রাজাকার”!দের নয়। যারা বিরোধী দলে আছে তাদের বিচার।

বিচার যে একতরফা প্রহসন মূলক হচ্ছে সেটা জাতি দেখছে, শুনছে, জানছে।

সমস্ত বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে পথ একটাই জেলে ভরে রাখা, মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেয়া।

তো পরবর্তী টার্গেট কে?

এক সময় ৭১ এর সমস্ত রাজাকারদের ফাঁসি হবে।

তখন নব্য রাজাকারের তালিকা তৈরী হবে।

তারা হবে ওই দলে বিশ্বাসী। যে দলের লোকগুলো ফাঁসি দেওয়া হয়েছে, বা হচ্ছে।

অর্থা‍ৎ ইসলামী মনোভাবাপন্ন প্রকৃত ঈমানদার ব্যক্তিদের নামেরও তালিকা তখন তৈরী হবে। বিশেষ করে যারা প্রতিবাদ করবে জালিমদের।

এইভাবেই কি চলতে থাকবে???

বিষয়: বিবিধ

১১৮৬ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351019
২৩ নভেম্বর ২০১৫ দুপুর ০২:০৫
হতভাগা লিখেছেন : নিজামী সাহেবকে টার্গেট করেছে মনে হয়
২৩ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৩১
291385
বার্তা কেন্দ্র লিখেছেন : বাকী তো আছে মাত্র ৪ জন..নিজামী সাহেব, মাওলানা সোবহান সাহেব/এটিএম আজহার সাহেব/মীর কাশেম সাহেব..এর পর আরো আছে নাকি?
২৩ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৪১
291401
নকীব কম্পিউটার লিখেছেন : খুব বেশি কিছু বলা যাচ্ছে না। কারণ আমরা বাক স্বাধীন এখনো হইনি।
২৩ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৪৬
291404
হতভাগা লিখেছেন : তবে এই বিচার চলতে থাকবে প্রজন্ম থেকে প্রজন্ম । জাশিদের নিস্তার নেই বাংলাদেশের জনতার হাত থেকে।
২৭ নভেম্বর ২০১৫ রাত ০৯:২৩
292030
আবু জারীর লিখেছেন : ওদের আসল টার্গেট সাঈদী সাহেব।
351029
২৩ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৩১
বার্তা কেন্দ্র লিখেছেন : বাকী তো আছে মাত্র ৪ জন..নিজামী সাহেব, মাওলানা সোবহান সাহেব/এটিএম আজহার সাহেব/মীর কাশেম সাহেব..এর পর আরো আছে নাকি?
২৩ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৪১
291402
নকীব কম্পিউটার লিখেছেন : সকল উপজেলার আমীর সাহেবগণও টার্গেটে থাকবেন।
351112
২৪ নভেম্বর ২০১৫ রাত ১২:০৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চলতেই থাকবে। জন্ম ১৯৭২ সালে হলেও!
২৫ নভেম্বর ২০১৫ দুপুর ০২:২০
291696
নকীব কম্পিউটার লিখেছেন : ঠিক বলেছেন, সবুজ ভাই।
351736
২৭ নভেম্বর ২০১৫ রাত ০৯:২৫
আবু জারীর লিখেছেন : দুনিয়ার শুরু থেই এ দ্বন্দ্ব চলছে এবং কেয়ামত পর্যন্ত চলবে। এটা না হলে হকের পথে কারা তা আমরা জানব কেমনে?

দুনিয়া যারা হক পন্থী বলে পরিচিত তারে কেউই এমন জুলুমের উর্ধ্বে ছিলেন না।
২৮ নভেম্বর ২০১৫ সকাল ১০:০৩
292060
নকীব কম্পিউটার লিখেছেন : ওরা যদি সাঈদী সাহেবকে ফাঁসি দিত বাংলাদেশে আরেকটা যুদ্ধ শুরু হতো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File