আমি নাকি গ্রেফতার

লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ০৮ মার্চ, ২০১৩, ১২:৫৩:২৬ দুপুর

আজ পৌনে একটার দিকে এক মুরুব্বী এলেন আমার দোকানে। এসেই বলতে লাগলেন- মদনের লোক এত খারাপ! আমি বললাম কেন কি হয়েছে? তিনি বললেন- নতুন বাজার এলাকায় প্রচার ওঠেছে আমি নাকি গ্রেফতার হয়ে গেছি। তিনি জিজ্ঞাসা করলেন- কেন গ্রেফতার করা হয়েছে? তারা বলে- লোকটা সাঈদীর ওয়াজ বাজাচ্ছিল। এই জন্য গ্রেফতার করা হয়েছে।

আমাকে দোকানে দেখে তিনি অবাক হলেন। সকাল বেলা তিনি আমাকে খুঁজে গিয়েছেন। মনে সংশয় ছিল। যেহেতু আজ শুক্রবার আমি দোকান খুলেছি সোয়া এগারটার দিকে। এখন জলজ্যন্ত মানুষটিকে দোকানে দেখে বলতেছে- হালার পুত টেইলাররে আরেকবার পাইয়া লই। ধইরে একটা চড় দিমুনে।

শনি তো দেখি পিছু ছাড়ে না। যেখানেই যাই পিছু পিছু আসে। কেন্দুয়া উপজেলা থাকতে পরপর দুইদিন আমাকে হয়রানী করা হয়। ২ বছর যাবত সাঈদীর কোন ওয়াজ কম্পিউটারে বাজাইনা। মানুষের যাতে কোন রকম সন্দেহ না হয়। এরপরেও---

ভাবছি নিজ মাতৃভূমি মদন উপজেলাতেও কি একই পরিণতি হবে?

বিষয়: বিবিধ

১২৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File