নিজের জীবনের চেয়ে বেশি ভালবাসতে হবে প্রিয় রাসুল সা: কে

লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:১৩:০৪ সকাল

যে সমস্ত মুসলমান নামধারী লোকেরা আজ সামান্য ক্ষমতা পেয়ে প্রিয় নবীজী সা: কে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন তাদের কি অবস্থা হবে পরকালে একটু ভেবে দেখবেন কি?

আপনি হয়তো স্বগর্বে নিজেকে নাস্তিক বলে দাবী করছেন। আপনার দাদা কিংবা তার দাদা কিন্তু আজ বেঁচে নেই। তারা যদি মরে থাকে তাহলে আপনাকেও মরতে হবে। মরলেই কিন্তু শেষ নয়।

যেহেতু আজ থেকে ১শ বছর পূর্বে আপনি এই দুনিয়াতে ছিলেন না, তদুপরি আর ১ শ বছর পর আপনিও এই ধরার বুকে থাকবেন না এটা নিশ্চিত। আপনার চোখের সামনেই অনেক মানুষ মরছে। কেউ চিরস্থায়ী নয়। বাহাদুরি করে দুনিয়াতে থাকতে পারছে না।

আপনি এক ফোটা নাপাক পানি থেকে তৈরী হয়েছেন এটা আপনার মা বাবা জানেন। আপনি যে সুস্থ আছেন সেটা নিজের ইচ্ছায় নয়। আপনার সুস্থ মস্তিস্কটাও একজন পরিচালনা করেন। নয়তো চেয়ে দেখুন সমাজে কত পাগল আছে। আপনাকেও প্রভু পাগল বানাতে পারতেন। পঙ্গু বানাতে পারতেন।

যে আপনাকে খাবার খাওয়ার মত শক্তি দিয়েছেন- তাকে আপনি অস্বীকার করেন কিভাবে?

আপনি রাতে যখন ঘুমোতে যান তখন ইচ্ছে করলে তিনি তোমার বাতাসটুকু কেড়ে নিতে পারেন। যেই বাতাসটা নিয়ে খুব ব্যাটাগীরী করতেছেন শাহবাগের ময়দানে। দেখলেন না কেমন চিৎকার করতে করতে একজনের বাতাস বের হল শাহবাগের ময়দানে।

মরতে যদি হয়, তাহলে একটু প্রস্তুতি নিয়ে যাবেন, নতুবা বুঝতে পারবেন প্রিয় শাহবাগের ভাই বোনেরা।

উপর ওয়ালার পাকড়াও খুব শক্ত।

দেখেন না, রাশিয়ার উপর দিয়ে মাঝে মাঝে কি বয়ে যায়।

পরাশক্তিধর আমেরিকার উপর দিয়ে কেমন বড় বড় আযাব বয়ে যায়। তারা তো এগুলো বুঝতেও পারে না, ফিরাতেও পারেনা।

আপনাদের শক্তি কতদূর!

সকল ক্ষমতা যার হাতে আছে, তিনি তোমার কাছ থেকে কড়ায় গন্ডায় হিসাব নেবেন।

বিষয়: বিবিধ

১৪১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File