অশ্লীল যাত্রাপালা। অনুমতি দিচ্ছে সরকার

লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ২৫ জানুয়ারি, ২০১৪, ০২:০৬:১৬ দুপুর



কেন্দুয়া উপজেলার রেন্টিতলা বাজার সংলগ্ন উলুয়াটি রেন্টিতলা বণিক সমিতির উদ্যোগে আয়োজিত যাত্রা অনুষ্টানের নামে চলছে উলঙ্গ নৃত্যের মহোৎসব। দিনভর যাত্রা অনুষ্ঠানের প...্রচারণা চললেও রাতভর চলে আলোক উদ্ভাসিত রঙ্গ মঞ্চে নষ্টা মেয়েদের বেহাল্লাপন্না ও উলঙ্গ নাচের অনুষ্ঠান। যা যুবসমাজকে ক্রমান্বয়ে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। সেই সাথে কুলুষিত করে চলেছে এই সমাজকে আর সমাজের মানুষকে। সরে জমিনে গিয়ে দেখাযায় বিভিন্ন বয়সের মেয়েদেরকে দিয়ে উলঙ্গ নৃত্য আর মঞ্চের পাশে বসা কিছু উঠতি বয়সের যুবকদের কাছে লেলিয়ে দিচ্ছে এসব মেয়েদের। এমনকি প্রকাশ্যে চলছে দর্শক ও নষ্টা মেয়েদের জড়াজড়ি করে চুমু খাওয়ার দৃশ্য। এসময় এসব নোংরা মেয়েদের পোশাক বিহীন অবস্থায় দর্শকদের মাঝে নেমে নৃত্য করতে এবং জড়াজড়ি করতে দেখা যায়। এইসব অপনৃত্য শিল্পীদেরকে বিভিন্ন খেতাবে ভূষিত করে উপস্থাপন করা হচ্ছে। নেপথ্য কণ্ঠ থেকে ঘোষনা করা হয় নৃত্যের রাণী সেক্সিশীলা, সেক্সিকুইন, চলচিত্র ও দেশ বিদেশে পুরস্কার প্রাপ্ত নৃত্য শিল্পী হিসাবে। অথচ মঞ্চে উঠার পরপরই পড়নের কাপড় খুলতে খুলতে একপর্যায়ে নগ্ন হয়ে বিভিন্ন অঙ্গ ভঙ্গিতে উঠতি বয়সের দর্শকদের মনোরঞ্জন করতে থাকে। এলাকার যুবসমাজের সামাজিকতাকে যারা অশালীনতার দিকে ঠেলে দিচ্ছে তাদেরকে প্রতিরোধ করার দায় কাদের ? প্রশাসনের? নাকি সমাজের সচেতন মহলের? এই অধপতনের জন্য কারা দায়ী? বিভিন্ন সভাসেমিনারে অনেকেই অপসংস্কৃতির বিরুদ্ধে গলাবাজি করে বক্তব্য দেন। কিন্তু বাস্তবে এর প্রতি ফলন কোথায়। এদিকে যাত্রা শিল্পের বিভিন্ন অভিনয় শিল্পীরা জানান, এসব কুরুছি পূর্ণ অসামাজিক মেয়েদের আগমনে ও উলঙ্গ নৃত্য পরিবেশনের কারণে আমাদের যাত্রা শিল্প আজ ধ্বংসের পথে। আয়োজন কমিটির কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, এক শ্রেণীর কিছু দর্শক এ ধরণের নৃত্য চায় বলেই আমরা এসব মেয়েদেরকে দিয়ে এসব করাচ্ছি, এসব নৃত্যের পরে ১/২ অঙ্ক নাটকও চলে। এলাকার গন্যমান্য ও সচেতন মহলের অভিমত ভবিষত্য প্রজন্মকে রক্ষা করতে এসব শালীনতাহীন অনুষ্ঠান বন্ধে কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা গ্রহনের এখনই সময়। তাই এলাকার সচেতন মহল এই অশালীনতা থেকে পরিত্রানের জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমের সাথে যোগাযোগ করলে তিনি জানান, জেলা প্রশাসকের মাধ্যমে তারা অনুমতি নিয়ে অনুষ্ঠান করছে। অশালীনতার বিষয়টি আমি তদন্ত করে দেখছি, অবশ্যই এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিষয়: বিবিধ

১৬৭৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

167237
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:০৯
প্রিন্সিপাল লিখেছেন : ভাল লোকরা তো ভাল কাজের অনুমতি দেবেই। তা না হলে ভাল মানুষের পরিচয়টা কি থাকল।
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১২
121192
নকীব কম্পিউটার লিখেছেন : সরকার এখন চলচ্চিত্রের অভিনেতাদের সাথে মতবিনিময় করছে। তাদেরকে বিভিন্ন সহযোগিতা দেওয়ার আশ্বাস দিচ্ছে। ক্ষমতায় স্থায়ীভাবে থাকা ও জনপ্রিয়তা অর্জনের জন্য আরেকটা কৌশল।
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১৭
121197
প্রিন্সিপাল লিখেছেন : ওদেরকে সাথে নিয়ে ওর বাবাদেকে বুঝাতে চায়, আমরা ইসলাম বিরোধী।
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫১
121239
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : সহমত-
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৫
121246
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : প্রথমে আমি এখানে মন্তব্যে করতে আগ্রহী ছিলাম না। কিন্তু মুহতারাম “প্রিন্সিপাল” সাহেবের মন্তব্যে দেখেই কিছু লিখতে শুরু করছি- এই নিউজটি যে বা যারা তৈরী করেছে একটু ভালভাবে খেয়াল করলে বুঝা সহজ হবে নিউজ পরিবেশনের স্টাইল ও ভাব প্রকাশের উপস্থাপনা দেখে মনে হচ্ছে প্রফেশনাল নিউজমেকার দিয়ে তৈরী করা হয়েছে এটি। এধরনের নিউজ বেশীরভাগ তৈরী করে চটি সাহিত্য রচনাকারীরা। যারা এসব নিউজ তৈরী করে তারাই আবার দেখা যায় এজাতীয় অপরাধ কর্মকান্ডে জড়িত থাকতে।
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪৭
122949
নকীব কম্পিউটার লিখেছেন : গ্যাঞ্জাম খান সঠিক কথাই লিখেছেন: এই নিউজটি তো এক সাংবাদিকই তৈরী করেছেন। তারা তো আবার মাগনা দেখে আসেন। তাই এই নিউজটি তৈরীতে সুবিধা হলো তাদের। তারা এমন নিউজ তখনই করেন, যখন তাদেরকে খুশি করা না হয়।
167249
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২২
মোঃজুলফিকার আলী লিখেছেন : সময় এসেছে দেখার। দেখবেন। কেননা পড়ে পড়নের কাপড়-চোপড় কম লাগবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৈফিক এনায়েত করুন।
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৮
121228
নকীব কম্পিউটার লিখেছেন : বিশেষ দ্রষ্টব্য: পোস্টটি ফেসবুকে ‘আমাদের ‍কেন্দুয়া’ নাম পেইজ থেকে নেওয়া হয়েছে।
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৪
121242
প্রিন্সিপাল লিখেছেন : আমীন
167274
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫০
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : সরকারের আর কাজ কি?
২৫ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:২২
121274
নকীব কম্পিউটার লিখেছেন : ব্লগারের সাথে ব্লগারের বিয়ের অনুমতি দেয়া।
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০৮:২৪
121367
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : চুক চুক, সমকামী আপনি?
167502
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪৪
শারমিন হক লিখেছেন : হায়রে সামাজ.......।
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪৮
122950
নকীব কম্পিউটার লিখেছেন : সরকারই তো এসবের অনুমতি দিচ্ছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File