রাষ্ট্রপ্রধান যখন মিথ্যাবাদী হয়, তখন এর প্রভাব পড়ে সকল স্তরে

লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ২৩ জানুয়ারি, ২০১৪, ১০:০৮:২৭ সকাল

টেলিভিশনের লাইভ সম্প্রচারে আমরা দেখি একটি সত্য খবর।

আর রাষ্ট্রযন্ত্র জনগণের সামনে মিথ্যায় ভরপুর ভাষণ শোনায়।

প্রতিদিন অসংখ্য মানুষ মরতেছে। তারা বলতেছে দেশের আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। হক কথা কেউ বলতে পারতেছেনা। তাকে দমন করার জন্য যা যা করার তাই করা হচ্ছে।

সীম কোম্পানীগুলোর মিথ্যাচার দেখুন:

আজ কয়েকদিন ধরে আমার রবি সীমে একটি ম্যাসেজ আসতেছে। কি লেখা তাতে? GP - BL সহ সব নাম্বারে ফ্রি কথা বলতে 24 টাকা রিচার্জ করুন আজ ই। যতবার রিচার্জ ততবার 24 টাকা বোনাস। (মেয়াদ ২ দিন) এই অফার শুধু আপনার জন্য।

প্রথম মিথ্যাচার: ফ্রি টাকা দিয়ে রবি ব্যতীত অন্য কোন নাম্বারে কথা বলা যায় না। তাও আবার রাত ১২ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এফএনএফ ব্যতীত।

তাহলে অন্য অপারেটরে ফ্রি ...কথা বলবে কি দিয়ে?

দ্বিতীয় মিথ্যাচার: এই অফার শুধু আমার জন্য কে বললো? সবার নম্বরেই তো এই ম্যাসেজ আসছে।

সাধারণ মানুষকে ধোকা দেওয়ার জন্য তারা ম্যাসেজের শুরুতে লিখছে কি? বিনামূল্যে কথা বলুন গ্রামীণ কিংবা বাংলালিংকে। কত বড় মিথ্যাবাদী!

আর এই সুযোগ শুধু আপনার!

বাজারে কাপড়ের দোকানে কোন কিছু কিনতে গেলে দোকানী বলে- শুধু আপনার জন্য ৫০০ টাকা। অন্যদের কাছ থেকে ৭০০/- রাখি।

এই কথাটি সে সবাইকেই বলতেছে। শুধু আমাকে তার প্রিয়জন বানানোর জন্য।

কোম্পানীগুলি বাংলাদেশের মানুষকে মানুষ ভাবে না।

গ্রামীণ ফোন প্রতি কলে ১ পয়সা বাড়তি কাটে। কত বড় সূক্ষ চোর! আপনি কি ভেবেছেন এই বিষয়টি? আপনার ব্যালেন্স দেখে ১ মিনিট কল দিন। আবার ব্যালেন্স দেখে ১ মিনিট কল দিন। দেখুন তাদের চুরি। এটা গ্রামীণের বাটপারি।

বিষয়: বিবিধ

১০৬৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

166226
২৩ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪৯
সাইদ লিখেছেন : যেমন শাসক তেমন প্রজা।প্রভাব সরাসরি পড়ে।
২৫ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৩৬
121135
নকীব কম্পিউটার লিখেছেন : ঠিক কথা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File