বিক্ষিপ্ত ভাবনা থেকে
লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ২০ জানুয়ারি, ২০১৪, ০৯:৩৯:০৬ রাত
বিরহে থাকলে কিছু লিখা যায়,
আনন্দে থাকলে সব ভুলে থাকা যায়।
তুমি বুঝলে, যখন বুঝেও কোন লাভ নাই,
তুমি ফিরলে, যখন ফিরেও কোন স্থান নাই।
তুমি ভাল হলে তখন,
শুভাকাঙ্খীকে হারালে যখন।
তুমি ছাড় দিতে শিখলে তখন,
এই ছাড়ের মূল্য নাই যখন।
তুমি আফসোস করবে সেদিন,
শুভাকাঙ্খী হারানোর ব্যাথা বুঝবে যেদিন।
সেই ভাল হওয়ার কোন ফায়দা নাই,
সে যখন চেয়েছিল তখন পায় নাই।ি
তুমি বুঝলে, যখন বুঝেও কোন লাভ নাই,
তুমি ফিরলে, যখন ফিরেও কোন স্থান নাই।
তুমি ভাল হলে তখন,
শুভাকাঙ্খীকে হারালে যখন।
তুমি ছাড় দিতে শিখলে তখন,
এই ছাড়ের মূল্য নাই যখন।
তুমি আফসোস করবে সেদিন,
শুভাকাঙ্খী হারানোর ব্যাথা বুঝবে যেদিন।
সেই ভাল হওয়ার কোন ফায়দা নাই,
সে যখন চেয়েছিল তখন পায় নাই।
বিষয়: বিবিধ
১৩৫২ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন