বিক্ষিপ্ত ভাবনা থেকে

লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ২০ জানুয়ারি, ২০১৪, ০৯:৩৯:০৬ রাত



বিরহে থাকলে কিছু লিখা যায়,

আনন্দে থাকলে সব ভুলে থাকা যায়।

তুমি বুঝলে, যখন বুঝেও কোন লাভ নাই,

তুমি ফিরলে, যখন ফিরেও কোন স্থান নাই।

তুমি ভাল হলে তখন,

শুভাকাঙ্খীকে হারালে যখন।

তুমি ছাড় দিতে শিখলে তখন,

এই ছাড়ের মূল্য নাই যখন।

তুমি আফসোস করবে সেদিন,

শুভাকাঙ্খী হারানোর ব্যাথা বুঝবে যেদিন।

সেই ভাল হওয়ার কোন ফায়দা নাই,

সে যখন চেয়েছিল তখন পায় নাই।ি

তুমি বুঝলে, যখন বুঝেও কোন লাভ নাই,

তুমি ফিরলে, যখন ফিরেও কোন স্থান নাই।

তুমি ভাল হলে তখন,

শুভাকাঙ্খীকে হারালে যখন।

তুমি ছাড় দিতে শিখলে তখন,

এই ছাড়ের মূল্য নাই যখন।

তুমি আফসোস করবে সেদিন,

শুভাকাঙ্খী হারানোর ব্যাথা বুঝবে যেদিন।

সেই ভাল হওয়ার কোন ফায়দা নাই,

সে যখন চেয়েছিল তখন পায় নাই।

বিষয়: বিবিধ

১৩১২ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

165025
২০ জানুয়ারি ২০১৪ রাত ১০:৩৬
প্রিন্সিপাল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২১ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:৩৫
119342
নকীব কম্পিউটার লিখেছেন : ধন্যবাদ।
165030
২০ জানুয়ারি ২০১৪ রাত ১০:৫০
ফেরারী মন লিখেছেন : জীবনের চরম বাস্তব কথাগুলো লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ
২১ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:৩৫
119341
নকীব কম্পিউটার লিখেছেন : বাস্তব কথা।
165084
২১ জানুয়ারি ২০১৪ রাত ১২:৩৯
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো...Happy Good Luck
২১ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:৩৫
119340
নকীব কম্পিউটার লিখেছেন : ধন্যবাদ মিশুক ভিশু ভাইয়া।
165086
২১ জানুয়ারি ২০১৪ রাত ১২:৪০
ধ্রুব নীল লিখেছেন : শুভাকাঙ্খী কে? ভাল থাকুক শুভাকাঙ্খী । ভাল থাকুক লেখক।
২১ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:৩৪
119338
নকীব কম্পিউটার লিখেছেন : হুম। ভাল থাকুক লেখক।
165179
২১ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:৪৬
আলোকিত ভোর লিখেছেন : ভালো লাগলো Rose
২১ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৪৯
119400
নকীব কম্পিউটার লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
165311
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:১৭
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদ Rose
২৫ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৩৭
121136
নকীব কম্পিউটার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
165632
২২ জানুয়ারি ২০১৪ রাত ০২:২৫
গন্ধসুধা লিখেছেন : ভালো Good Luck
২৫ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৩৭
121137
নকীব কম্পিউটার লিখেছেন : আপনাদের ভালো লাগলেই আমার ভাল লাগা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File