চার সমাচার ৪৪৪৪৪৪৪৪
লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ১৩ অক্টোবর, ২০১৩, ১০:২৯:১৩ সকাল
* আল্লাহ তায়ালার অগণিত ফেরেশতার মধ্যে সেরা চার জন-
১। হযরত জিবরাঈল আ: ২। হযরত মিকাঈল আ: ৩। হযরত ইসরাফীল আ: ৪। হযরত আযরাঈল আ:।
* আল্লাহ তায়ালার অসংখ্য নবী রাসূলের মধ্যে সেরা চার জন-
১। হযরত মুহাম্মাদ সা: ২। হযরত ইবরাহীম আ: ৩। হযরত মূসা আ: ৪। হযরত ঈসা আ:
*আল্লাহর রাসূলের অসংখ্য সাহাবায়ে কেরামের মধ্যে সেরা চার জন-
১। হযরত আবু বকর রা: ২। হযরত উমর রা: ৩। হযরত উসমান রা: ৪। হযরত আলী রা:
*অনেক ইমামের মধ্যে সেরা চার জন ইমাম হলেন-
১। ইমাম আবু হানীফা রহ: ২। ইমাম শাফেয়ী রহ: ৩। ইমাম আহমদ ইবনে হাম্বল রহ: ৪। ইমাম মালেক রহ:
*আল্লাহ তায়ালার সবচেয়ে বড় চার খানা কিতাব-
১। কুরআনুল কারীম ২। তাওরাত ৩। যাবুর ৪। ইনজীল
*পৃথিবীর সবচেয়ে বড় চার মসজিদ-
১। মসজিদে হারাম ২। মসজিদে নববী ৩। মসজিদে আকসা ৪। মসজিদে কুবা
*ঈমানের পর চারটি বিষয় ফরজ-
১। নামায ২। রোযা ৩। হজ্ব ৪। যাকাত
*চারটি জিকির বড় ফযীলতের-
১। সুবহানাল্লাহ ২। আলহামদুলিল্লাহ ৩। লা ইলাহা ইল্লাল্লাহু ৪। আল্লাহু আকবার
বিষয়: বিবিধ
১৬৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন