পালানো!

লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ২৭ জুলাই, ২০১৩, ১২:২৬:৩১ দুপুর

কান্না জড়িত কণ্ঠে মহিলাটি বলছিল “ বাবা আমার ছেলের জন্য একটু দোয়া করিও, সে পঙ্গু হয়েও বেঁচে থাকুক। আমার টাকা গেছে আরও যাক। তবুও আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক।”

আপনার ছেলে এখন কোথায়? সে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি।

ছেলেটির নাম হলুদ। বয়স আর কত হবে ২০-২২। সবে মাত্র নতুন বিয়ে করেছে। ১ বছরও পূর্ণ হয়নি। বাবা বেঁচে নেই। সংসারে ২ ভাই এক বোন। বোনের বিয়ে হয়ে গেছে। সে বড়। ছোট ভাই আর মা কে নিয়ে তাদের সংসার। কৃত্রিম পদ্ধতিতে ডিম ফুটিয়ে বাচ্চা তোলে। এটাই এখন তাদের পেশা। ভালো আয় হয়। সংসার মোটামোটি চলে।

ডিম কেনার জন্য পার্শ্ববর্তী ইউনিয়নের একটি গ্রামে যায়। দরদামে বনিবনা না হওয়ায়, না কিনেই বাড়ি ফিরছিল।

রাস্তার অবস্থা মোটামোটি ভালই। নসিমন, করিমন, টমটম কিংবা অটো রিকসা চলে এই পথে। হলুদ মিয়া একটি নসিমনে করে অন্যদের সাথে বাড়ীর পথে রওয়ানা দেয়। ১ কিলোমিটার পথ আসার পরে নসিমনটি একটি বিদ্যুতের ঝুলন্ত তারে আটকা পড়ে। এতে চালক ব্যতীত সবাই আহত হয়। দুইজন গুরুতর আহত হয়। বাঁচা কঠিন।

সম্মুখের চালক বলছিল, এখানে একটি তার ছিড়ে রয়েছে। যাত্রীগুলীকে নামিয়ে একা একা অন্য রাস্তায় যাও। কিন্তু চালক কারও কথা না শুনে, মাঝ পথ দিয়েই এই ফিটনেস বিহীন গাড়ী চালায়।

বিদ্যুতের তারে আটকে যাওয়ার সাথে সাথেই চালক গাড়ী থেকে নেমে

ভৌঁ দৌড়।

বাংলাদেশের সকল চালকদের একই নিয়ম। এক্সিডেন্ট করার সাথে সাথে নিজের জান নিয়ে পালায়।

আজ তিন মাস যাবত হলুদ হাসপাতালে ভর্তি। চালকের পক্ষ থেকে একদিনের জন্যও কেউ যায়নি তাকে দেখার জন্য। চিকিৎসার সকল টাকা পয়সা একমাত্র মা বহন করে যাচ্ছেন। পা কাটতে হয়েছে। হাতের আঙুল গুলি কেটে ফেলা হয়েছে। বুকের মধ্যে অপারেশন করা হয়েছে। ৭-৮ লাখ টাকার মত খরচ হয়েছে। এরপরেও বাঁচে কি না সন্দেহ।

দরদী মায়ের আশা এরপরেও আমার ছেলেটা বেঁচে থাকুক দুনিয়াতে।

তার স্ত্রীর সন্তান হবে। অনাগত সন্তানটির ভবিষ্যতই বা কিসের উপর অপেক্ষা করছে?

এই কথা গুলি বলার সময় করুণ আহাজারী করছিল হলূদের মা।

শান্তনা দিলাম তাকে। বললাম আপনার দোয়াই পৃথিবীর সবচেয়ে বড় দোয়া। আপনি একদিকে আর সারা পৃথিবী একদিকে।

চালকের কথা শুনলাম, সে নাকি এখন চট্টগ্রামে গার্মেন্টেসে চাকুরী করে। তার একগুয়েমিতেই এই এক্সিডেন্ট হয়েছে। তাকে কোন ক্ষতিপূরণ দিতে হয়নি।

সে আজ ধরা ছোঁয়ার বাইরে।

ইহ জনমে মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যেতে পারলেও কি পর জনমে পালাতে পারবে?

বিষয়: বিবিধ

১৪৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File