সুখের ডানায়
লিখেছেন লিখেছেন ওমর বিশ্বাস ২২ জুন, ২০১৪, ১১:৩৪:২৭ সকাল
বৃষ্টি তোমার প্রিয় খুব
কোথায় আছো একলা চুপ
কোথায় গেলে আমায় ফেলে
স্বাধীন সুখের ডানা মেলে।
বৃষ্টি তোমার প্রিয় খুব
বৃষ্টি ভেজা তোমার রূপ
কে যে কার প্রিয় -
শুধুই দেখি
তার সাথে এই কাব্য লেখি।
সুখের ডানায় উড়ে
কোথায় বেড়াও ঘুরে।
ভালোই আছো তাই তো জানি
বৃষ্টি তোমায় ছোঁয় কি
আমিও তো ভালোর খোঁজে
প্রতিদিনই ঘুরছি ভি।
বিষয়: সাহিত্য
১০৬২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন