সুখের ডানায়

লিখেছেন লিখেছেন ওমর বিশ্বাস ২২ জুন, ২০১৪, ১১:৩৪:২৭ সকাল

বৃষ্টি তোমার প্রিয় খুব

কোথায় আছো একলা চুপ

কোথায় গেলে আমায় ফেলে

স্বাধীন সুখের ডানা মেলে।

বৃষ্টি তোমার প্রিয় খুব

বৃষ্টি ভেজা তোমার রূপ

কে যে কার প্রিয় -

শুধুই দেখি

তার সাথে এই কাব্য লেখি।

সুখের ডানায় উড়ে

কোথায় বেড়াও ঘুরে।

ভালোই আছো তাই তো জানি

বৃষ্টি তোমায় ছোঁয় কি

আমিও তো ভালোর খোঁজে

প্রতিদিনই ঘুরছি ভি।

বিষয়: সাহিত্য

১০৬২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

237441
২২ জুন ২০১৪ সকাল ১১:৫৪
সুশীল লিখেছেন : পিলাচ ভালো লাগলো
237467
২২ জুন ২০১৪ দুপুর ১২:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চট্টগ্রামে আসেননা!!বৃষ্টির প্রসংশা শুনলে পাবলিকের মাইর একটাও মাটিতে পরবে না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File