কষ্ট ভাঙলেই সুখ

লিখেছেন লিখেছেন ওমর বিশ্বাস ০৯ অক্টোবর, ২০১৩, ১২:২৮:১৫ দুপুর

ইদানিং নানা খবর আসে

বেশি আসে মানুষের কষ্টের খবর

কেউ বুঝি ভালো নেই

কমে গেছে ধৈর্য সহ্য সবর

আর বুঝি আশার আলো নেই।

এখন কি কষ্টের কাল

কষ্ট বুঝি মেলেছে জাল

সুখে দুঃখে ছড়িয়ে মায়া

টানছে জীবন রাখছে কায়া

কষ্টের কথাই লোকে বেশি বলে আজকাল।

কাগজে নেটে চোখ বন্ধ রাখি

দেখবো না সংবাদ

পড়ব না এরকম কভু

কানের কাছে ফিসফিসিয়ে বলে যায় কেউ

তার কষ্টের কথা সহসা তবু।

কারোর কষ্ট ফোঁপানো চাপা

কারোর কষ্ট যায় না মাপা

কেউ ভালো করে বলতেও পারে না

ফিকে হাসি অন্তর ধিকিধিক

মলিন চেহারায় বেচারা থেকে গোবেচারা

বোঝা যায় তার হৃদয় কাঁপা।

কারোর কষ্ট উথলে ওঠে

বুকের ব্যথায় কুঁকড়ে ওঠে

কষ্ট পেয়েছিল সেই কবে

কষ্টের কত কিছু শুনি

এসব নিয়ে মালা গাঁথি

কষ্টের গাঁথা মালা সুখের হবে।

কষ্ট ছাড়া কি আর মানুষ হয়

কিংবা মানুষ কি আর কষ্ট ছাড়া

তাহলে তো সে মানুষই নয়

ছন্নছাড়া।

আমারও তো হৃদয় আছে

ভালোবাসা সবার কাছে

আসো কষ্ট ভাগাভাগি করি

স্বপ্ন রঙিন করি

সুখ বেড়োবেই কাল পোহালেই

আশার স্বপ্ন আঁকি চোখমুখ

কষ্ট ভাঙলেই সুখ।

০৭.১০.২০১৩

বিষয়: সাহিত্য

১৬২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File