খোঁপা
লিখেছেন লিখেছেন ওমর বিশ্বাস ৩১ অক্টোবর, ২০১৩, ১১:০৮:৩৭ সকাল
ঐ খোঁপা তোর না দেখা মন
যারে ভালোবাসিস
মন পবনে তুলে রাখিছ তুই
জড়িয়ে জুঁই।
যারে দেখিস না সহসা
যতনে থাকে না হেলা
যারে রাখিস ভালো
আদর সোহাগে দিবারত্রি
সোহাগি হাতের সহচরে
ভুলিস না তারে।
যারে দেখিস আড়ালে
লুকিয়ে লুকিয়ে আড়চোখে
যেন হয় না আড়াল
থাকে চোখে চোখে
থাকে চোখের কাছাকাছি
পাশাপাশি
নজরে নজরে।
থাকে তোরি সাথে
তার সাথে তোর লেনাদেনা
হৃদয় হৃদয়ে
যারে মন সোহাগি ভালোবাসে।
তোরে যায় না ভোলা
তাই চেয়ে থাকি
ফুলে ফুলে ভরিয়ে চুমুক
উড়াল দিতে ডাকাডাকি।
বিষয়: সাহিত্য
১১৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন