বর্ষার প্রার্থনা

লিখেছেন লিখেছেন ওমর বিশ্বাস ১৩ অক্টোবর, ২০১৩, ০১:১১:৪৫ দুপুর

এবার বর্ষায় প্রার্থনা হলো বন্যার গর্জন যেন শুনি

বন্যার সর্বগ্রাসী রূপের হুঙ্কারে সব এলামেলা হোক।

এবার বন্যার জন্য বলি

কিছু ভাঙো কিছু নয় কিছু ধ্বংসের নিশান ওড়াও

কিছু দাও কিছু নাও কিছু পাপের কালিমা সরাও

সব কিছু আবার গণধ্বংসের উল্লাসে মেতো না

মানুষ যাতে সুযোগ পায় আবার ঘুরে দাঁড়াবার।

এবার বর্ষায় প্রার্থনার সাথে বলি বন্যার গর্জন যেন শুনি

বাড়ি ঘর ফসলাদি ধ্বংসের দিকে যেও না

একটুকরো আইলের স্বপ্ন বুক যার সেখানে যেও না

গবাদি পশু বৃক্ষলতার কোনো ক্ষতি করতে দিও না এই বন্যায়

আমি বন্যার গর্জন শুনতে চেয়েছি

বন্যাকে চেয়েছি শুদ্ধ হতে সব কিছু যেন শুদ্ধ হয়।

এবার বর্ষায় আমি বন্যার গর্জন শোনার আশায় জেগে থাকব

দুষ্ঠু গ্রহের বলয় বলে কিছু যেন না থাকে এবারের বন্যায় মিথ্যে হোক

বন্যার প্রলেপে ঢাকা পড়ে যাক ভিখারি নগ্নতা

সাধ রুচির আহলাদ। পণ্য বিজ্ঞাপণের দেহগুলোতে

বন্যার পলি পড়–ক। বিজ্ঞাপণের মডেলের ঢেউ

বন্যার ঢেউয়ের তোরে ভেসে যাক নির্মাতার স্বপ্নঘুম ডুবিয়ে

বন্যায় সব কিছু যেন শুদ্ধতার স্বাদ পায়।

পাশ্চাত্যের পাপ ধেয়ে আসছে আমাদের আকাশে

এই আকাশের শক্ত ব্যুহ ভেদ করে আসা ছিল যত কঠিন

দিন দিন ক্ষয়ে যাচ্ছে শক্তি তার।

বিকৃতির রণে পরাজয় মানুষ হিসেবে মাথা উচু করে দাঁড়াবার নয়

লজ্জার ভূষণ বোঝা দায়

এই আকাশের প্রতিরক্ষা প্রলেপ ক্ষয়ে যায়

আসুক বন্যা আমরা অপেক্ষায়।

এবার বর্ষার প্রার্থনাই হলো বন্যার গর্জন যেন শুনতে পাই

শুধু একটাই প্রার্থনা বন্যায়

সব ভেসে যাবে ধুয়ে যাবে

রেখে যাবে পলি নতুন আবাদীর উর্বরা

এই স্বদেশের জন্য হাহাকার দূর করতে প্রার্থনা করি বন্যার

বন্যা আসুক উত্তর পশ্চিম পূব থেকে

নেমে যাক দক্ষিণে সাগরে বেহায়াগুলো সাথে নিয়ে

থামুক যৌবনোন্মুখ সন্তানের চিন্তায় হাহাকার।

এবার বন্যা আসুক জোড়ে সোরে তেড়ে আসুক খুনী স্রোত হয়ে

বুড়িগঙ্গা নদীর কালো দূষিত পানি যেন স্বচ্ছ হয় প্লাবনে

আমাদের বাঁচতে হবে বাঁচাতে হবে ভবিষ্যত

বানের তোড়ে ভেসে যাক বিষকালো পানি বুড়িগঙ্গা তোমার

আকাশ থেকে মর্তে যেন বানের জন্য আর কোনো দিন নামতে না পারে

বিবেকের খুঁটিগুলো না ভাঙুক

ঐশি যেন না হারায় ঐশ্বর্য

বুুড়িগঙ্গা নয় বুড়িগঙ্গার ইন্ধনদাতারা যেন বিষ ঢালতে না পারে বুড়িগঙ্গায়।

এবার বর্ষার প্রার্থনা হলো শুধু বন্যা আসুক একবার

সব কিছু ধুয়ে দিক নীলিমার নীল করে

বন্যার পরে পলি উর্বরায় জাগুক জীবন উন্মেষ

ধ্বংসের হাত থেকে রক্ষা পাবার আশায়

আকাশের শরীর ভেঙেচুড়ে আসুক

সব কিছু জাগবে বন্যার পরে।

০১.১০.২০১৩

বিষয়: বিবিধ

১৯২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File