শীতের ভেতর শীত
লিখেছেন লিখেছেন ওমর বিশ্বাস ২৮ জানুয়ারি, ২০১৪, ১০:৩৫:৩৩ সকাল
শৈত্য বায়ুর হৃদয় কি নাই
শীতের ভেতর শীত
আমরাও তো শীতে কাবু
কাবু হাড় হাড্ডির ভিত।
শক্তি বেশি কার
কুয়াশার
নাকি সূর্যি মামার -
শৈত্যের কাছে কাবু মামা
ভোর থেকে সেই দিচ্ছে হামা
শীতের ভেতর মামাই খোঁজে
কেমনে দেবে এই কুয়াশায় উঁকি
আমরাও যে রোদের মুখোমুখি।
তারপরও যে
সূর্যি মামার মলিন হাসি
একটু স্বস্তি এনে দেয়
নিঃস্ব যারা সেই হাসিতে
রোদ্রখানি মেখে নেয়।
বিষয়: বিবিধ
১১৬৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন