স্বপ্ন আঁকি
লিখেছেন লিখেছেন ওমর বিশ্বাস ২৩ সেপ্টেম্বর, ২০১৩, ০৫:৩৫:২২ বিকাল
আমরা কারা
আকাশ ভরা তারা
রক্ত গোলাপ হয়ে ফোঁটা
চাঁদের আত্মহারা।
আমরা হলাম
সুখের নীলাকাশ
পাখির ডানার স্বাধীনতা
মুক্ত বীণা বাতাস।
আমরা হলাম
নিকট থেকে দূর-সুদূরের বীর
স্বপ্ন গড়ি সবার চোখে
স্বপ্ন আঁকা নীড়।
বিষয়: সাহিত্য
১৪৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন