নীলাকাশ নীল থেকো

লিখেছেন লিখেছেন ওমর বিশ্বাস ১৮ জানুয়ারি, ২০১৩, ০৯:৫৭:৪০ রাত

অনেক কিছু শুনতে ইচ্ছে করে

অনেক কিছু জানতে ইচ্ছে করে

অনেক কিছু বুঝতে ইচ্ছে করে

কিন্তু কোনো প্রশ্ন করতে ইচ্ছে করে না

অনেক কিছু বলার থাকলেও...

নীলাকাশ তুমি নীল থাকবে তো

আকাশে বৃষ্টির জন্য কখন মেঘ দেখা যাবে?

কাকে প্রশ্ন করি

তুমি যদি সব উত্তর দিয়ে দাও

বলো, অজানার রহস্যটুকু কিভাবে উপভোগ করি।

এই মেঘ

এই বৃষ্টি

এই রৌদ্র

যখন যেভাবে আসে

সেটাই কি ভালো না...

নীলাকাশ নীল থেকো...

৩০.০৮.২০১২

বিষয়: সাহিত্য

১০৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File