হেমন্ত মানে সবুজ মাঠে সোনালি ধানের হাসি
লিখেছেন লিখেছেন আবু আশফাক ১৭ নভেম্বর, ২০১৩, ০৮:৩৯:৪৬ সকাল
কাস্তে হাতে চাষী
হেমন্ত মানে
সবুজ মাঠে সোনালি ধানের হাসি
হেমন্ত মানে
কাস্তে হাতে ব্যস্ত থাকা চাষী।
হেমন্ত মানে
মাঠে মাঠে আজ হৈ চৈ কলরব
হেমন্ত মানে
ঘরে ঘরে শুধুই নবান্ন উৎসব।
হেমন্ত মানে
শিশির ভেজা সতেজ সবুজ ঘাস
হেমন্ত মানে
আসন্ন শীতের অগ্রিম পূর্বাভাস।
বিষয়: সাহিত্য
১৭৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন