চল সুমন অচিন পাখি হয়ে যাই
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৭ নভেম্বর, ২০১৩, ০৮:০৫:৩৩ সকাল
গাছেরা যেমন জমা করে কার্বন, কাঠুরিয়ারা বলে সারি-কাঠ! ওসব আসবাব তবু কাজে লাগে, আমি লাগি না!শরীর খুলে দেখি এ যাবত যা সঞ্চয়- সব তরল অক্সিজেন, লাল আর সাদার সহাবস্থান! যমজ নদী, যাচ্ছে নিরবধি! লালনের আট-কুঠুরী নয় দরজাও পেয়ে গেলাম; খাঁচা পেলাম, অচিন পাখি পেলাম না। সত্যি বলতে কি, ভ্যালেন্টাইনডেতে যত মসৃন দেখি তেমনটি নয় কিম্ভুতকিমাকার হৃদয় পেলাম কিন্তু ভালোবাসা পেলাম না।
এই ছল-চাতুরীর চামড়ার বস্তায় আমি থাকব কেন, চল সুমন অচিন পাখি হয়ে যাই!
বিষয়: বিবিধ
১০৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন