প্রতিদিন পঠিত মাত্র ১০৫ টি শব্দের অর্থ শিখে পবিত্র কুরআনের ৪০% শব্দের অর্থ জানুন-৬

লিখেছেন লিখেছেন মুহাম্মদ_২ ১৭ নভেম্বর, ২০১৩, ০৮:০১:৩০ সকাল

দুআ মাসুরা।

اَللّهُمَّ আল্লাহুম্মা হে আল্লাহ !

إِنِّي ইন্নী নিশ্চয় আমি

ظَلَمْتُ যলামতু আমি যুলুম করেছি

نَفْسِي নাফসী নিজের উপর

ظُلْمًا كَثِيرًا যুলমান কাসিরান অনেক বেশি যুলুম

وَّلاَ ওয়ালা আর কেউই না

يَغْفِرُ ইয়াগ্ফির মাফ করতে পারে

الذُّنُوبَ আয়যুনুবা গুনাহসমূহ

إِلاَّ أَنْتَ ইল্লা আংতা তুমি ছাড়া

فَاغْفِرْ لِي ফাগ ফিরলী সুতরাং আমাকে মাফ করে দাও

مَغْفِرَةً مِّنْ عِنْدِكَ মাগফিরতান মিন ইং দীকা তোমার নিজ গুনে

وَارْحَمْنِي ওয়ার হামনী এবং আমার প্রতি তুমি রহম করো

إِنَّكَ أَنْتَ ইন্নাকা আংতা নিশ্চয় তুমি

الْغَفُورُ আলগফুর মার্জনাকারী

الرَّحِيمُ আর রহীম দয়ালু

অর্থ : হে আল্লাহ ! নিশ্চয় আমি নিজের উপর অনেক বেশি যুলুম করেছি; তুমি ছাড়া আর কেউই গুনাহসমূহ মাফ করতে পারে না। সুতরাং তোমার নিজ গুণে আমাকে মাফ করে দাও এবং আমার প্রতি তুমি রহম করো নিশ্চয় তুমি মার্জনাকারী দয়ালু।

বিষয়: বিবিধ

১৩৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File