আমার সুর ----------আকাতার হুসাইন।
লিখেছেন লিখেছেন আকতার হোসাইন রাসেল ১৭ নভেম্বর, ২০১৩, ০৯:২৫:৩৩ সকাল
প্রানের বীনার সুরে সুরে
মনের বীনা বাজে।
ভালো লাগার অন্ত মাঝে
ভালোবাসা বাচে।
মনের ভিতর শব্দ মিলাই
কাব্য হয়ে আসে।
অন্ত জ্বালা বিষাদ হয়ে
চক্ষু মাঝে ঝরে।
চক্ষু আমার আকাশ চুয়ে
মাটির মাঝে মিশে।
বিষয়: সাহিত্য
১১৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন