***শাহবাগ*** আকতার হোসাইন (রাসেল)
লিখেছেন লিখেছেন আকতার হোসাইন রাসেল ৩০ অক্টোবর, ২০১৩, ১১:০৬:৫০ রাত
জাগরনের প্রতিক তুমি শাহবাগ
উম্মাদনার ধুম্রজালে তুমি শাহবাগ
নর্তকীদের জলসা তলা তুমি শাহবাগ
ঘুণে ধরা সুশীল সমাজের অমর অক্ষয় বাণী তুমি শাহবাগ
রাম বামদের নাস্তিক্যপনা তুমি শাহবাগ
গাঁজা মদের জৌলুশে গড়া তুমি শাহবাগ
নষ্ট ছেলের দুষ্টপনায় তুমি শাহবাগ
হাইকমিশনের ছায়ায় গড়া তুমি শাহবাগ
তিলক পরা বুবুজানের আঁচল তলায় তুমি শাহবাগ
পথ হারা ঐ ছুঁ হুজুরের তুমি শাহবাগ
তাই... শাহবাগ মোড়ের আজন্ম পাপ তুমি শাহবাগী
বিষয়: সাহিত্য
১২৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন