***আহবান***
লিখেছেন লিখেছেন আকতার হোসাইন রাসেল ২৪ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:৩৬:২৮ রাত
বঙ্গেতে জন্মেছিল সেইসব বীর সন্তান তারা
গেয়েছে তো গান লিখেছে কত কবিতা
আজ কেন তারা আসছে না এই বঙ্গে
নজরুল, জসিম উদ্দিন, ফররুখ?
.
নজরুল সেতো আগুন ভরা লিখনি
যার কলমে জ্বলেছে আগুনের দীপ্ত শিখা
মানুষের মনকে করেছে কঠিন
রক্তে জন্মেছে বিদ্রোহ সেতো, এক বিদ্রোহ।
.
আসেনি তো ফররুখ যার কবিতায়
রয়েছে ইমান ও এক মহান অনুপ্রেরণা
ও পূর্ণজাগরনের এক মহান আহবান।
.
লিখেনি তো কবি এই পল্লীর রূপ রহস্য
সেই পল্লি কবি জসিম উদ্দীনের মত
গেয়েছে কত গুণগান এই পল্লীর রুপকথার।
আর কি হে আসবেনা?
.
নজরুল ফররুখ এবং জসিম উদ্দিন
তবে আজ মোরা শপথ করি মোরা হব-
নজরুল ফররুখ এবং জসিম উদ্দিন।
বিষয়: সাহিত্য
১২৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন