মিলন মেলা সপ্তমীর বিষয় 'মা'-কে নিয়ে কয়েক ছত্র
লিখেছেন লিখেছেন আবু আশফাক ০২ জুন, ২০১৩, ০৯:৫৭:২৯ সকাল
মা যেমনি হোক তিনি মা
'মা'
মিলন মেলা সপ্তমীতে বিষয় ছিল ‘মা’
তাহের মিয়াজীর ব্লগ কুটিরে লুক্কায়িত যা।
‘মা’ জেনো হে ত্রি-ভুবনের শব্দ মধুরতম
কিছুই নেইকো খুজে দেখো ‘মা’ শব্দ সম।
১০ মাসের সেই গর্ভকালীন অসহ্য যন্ত্রণা
সহ্য করেও বড় হতে দেয় কত মন্ত্রণা।
‘মা’ কথাটি ছোট্ট হলেও সাগর সম মান
কারো কাছে ‘মা’-ই স্বর্গ ‘মা’-ই নিজের জান।
সন্তানের জীবনে ‘মা’য়ের দানের নেইকো মাপক
বাবা’র অবদান প্রকাশে বলতে পারো ব্যাপক।
রাসূল গায়ের চাদর বিছিয়ে সম্মান দিতেন ‘মা’কে
গর্ভ ধারীনী নন তো তিনি দুধ ‘মা’ বলে যাকে।
ওয়ায়েছ করনি ‘মা’কে নিয়ে পীঠে করে ঝোলে
এমন করেই ‘মা’য়ের সম্মান অনন্য উচ্চতায় তোলে।
‘মা’কে নিকে কত মনীষি লিখেছেন কত কথা
সবাই বলেন ‘মা’ জননী পায়না যেন ব্যাথা।
হতে চাও যদি সু সন্তান সম্মান করো ‘মা’কে
আচার-আচরণ কথা-বার্তায় কষ্ট দিওনা তাকে।
জান্নাত যার পায়ের নিচে তিনিই তোমার ‘মা’
কষ্ট দিয়ে তাকে তুমি জাহান্নাম কিনো না।
আল্লাহ তুমি আমাদের ‘মা’দের মাফ করো সব গুনাহ
‘মা’য়ের বদদুআ থেকে চাচ্ছি তোমার কাছে পানাহ।
বিষয়: বিবিধ
২২৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন