হাসিনা-খালেদাকে চ্যালেঞ্জ এরশাদের

লিখেছেন লিখেছেন প্রজন্ম নতুন ০২ জুন, ২০১৩, ০৯:৪১:১২ সকাল



দেশের প্রধান দুই রাজনৈতিক দলের দুই শীর্ষ নেত্রীর প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আপনারা জোট গঠন করে আমার বিরুদ্ধে নির্বাচন করুন, আমিই জয়ী হবো। দেশের মানুষ এরশাদের বাক্স-লাঙ্গলের বাক্স খুঁজে ভোট দেবে।’

শনিবার বেলা সাড়ে ১১টায় বনানীতে জাপা চেয়ারম্যানের অফিসে ড. ক্যাপ্টন এম রেজাউল করিমের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, ‘কিছুদিন আগেও টেলিভিশনের টক-শো, রাস্তাঘাট ও চায়ের দোকানে শোনা যেত- সংলাপের কথা। এখন আর সংলাপের কথা শোনা যায় না। একনেত্রী বলছেন, শর্ত সাপেক্ষে নির্বাচনে যাবেন। অন্য নেত্রী বলছেন, জনপ্রিয়তা যাচাইয়ে বর্তমান সংবিধানের অধীনেই নির্বাচনে আসুন।’

চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, ‘আমি দুই নেত্রীকে চ্যালেঞ্জ দিচ্ছি- সংবিধান পরিবর্তন করে বঙ্গবন্ধু ও জিয়াউর রহমান প্রবর্তিত রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা আনুন। আপনারা জোটবদ্ধ হয়ে আমার বিরুদ্ধে নির্বাচন করুন, আমি জয়ী হবো।’

বিস্তারিতঃ এখানে

তথ্য সূত্রঃ প্রাইম খবর

বিষয়: বিবিধ

৯৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File