অধিকারের প্রতিবেদন : মতিঝিলের সমাবেশে নিহত ২০২ জনের নাম জেনেছে হেফাজত
লিখেছেন লিখেছেন প্রজন্ম নতুন ১২ জুন, ২০১৩, ১০:২৮:২১ সকাল
দেশের শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন অধিকার-এর তথ্যানুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ ও ৬ মে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা অবরোধ কর্মসূচিতে সরকারি বাহিনীর হামলায় নিহত ৬১ জনের নাম জানতে পেরেছে সংগঠনটি। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে-নিহত ২ শতাধিক লোকের পরিচয় হেফাজতে ইসলাম জানতে পেরেছে। আর হেফাজতে ইসলাম দাবি করেছে এখনও অন্তত আড়াই হাজার লোক নিখোঁজ রয়েছে।
রাজধানী ঢাকার শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হতাহতের ঘটনা নিয়ে অধিকার এই তথ্যানুসন্ধান প্রকাশ করেছে সোমবার।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘সরকার প্রথমে কেউ হতাহত হয়নি বলে দাবি করেছিল। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেদিন রাতের অভিযানের ছবি ও নির্বিচারে মানুষ হত্যার ভিডিও ছড়িয়ে পড়ায় সরকার সেই দাবি থেকে সরে আসে এবং সারাদিন বিভিন্ন পর্যায়ের সংঘাতে তিনজন পথচারী, একজন পুলিশ সদস্যসহ মোট ১১ জন নিহত হওয়ার কথা জানায়।
বিস্তারিতঃ এখানে
তথ্য সূত্রঃ প্রইম খবর
বিষয়: বিবিধ
১৩০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন