আফ্রিকার জঙ্গলে বাস্তবের মোগলি

লিখেছেন লিখেছেন প্রজন্ম নতুন ০৯ জুন, ২০১৩, ০১:০৩:১০ দুপুর



নামটা বেশ বড়। টিপ্পি বেঞ্জামিন ওকান্টি ডেগ্রি। ছোট্ট এ মেয়েটি জন্মের পর প্রথম দশ বছর বাবা-মার সঙ্গে আফ্রিকাতেই কাটায়। বাবা সৌখিন ফটোগ্রাফার। বনে জঙ্গলে ঘুরতে পছন্দ করেন। নিজ দেশ ফ্রান্স থেকে যখন আফ্রিকার জঙ্গলে স্ত্রীকে নিযে ঘুরছিলেন ঠিক সে সময়ে আফ্রিকার নামিবিয়াতেই জন্ম হয় টিপ্পির। তারপর যেন পুরোটাই একটা রোমাঞ্চকর গল্প। ডেইলি মেইল অবলম্বনে জানাচ্ছেন মো. ওয়াহেদুজ্জামান সরকার।

টিপ্পির এ রোমাঞ্চকর গল্প যেন হার মানায় বিখ্যাত ছবি ‘মোগলি’কে। রুডইয়ার্ড কিপলিংয়ের ‘দ্য জাঙ্গল বুক’ অবলম্বনে তৈরি এই ছবিতে এর প্রধান চরিত্র মোগলিকে সবসময় বনে জঙ্গলে পশুপাখির সঙ্গে ঘুরে বেড়াতে দেখা যায়। বনের পশুপাখিই যেন তার সহচর। সে যেমন ভালবাসত পশু-পাখি আর প্রকৃতিকে। ঠিক তেমনি প্রকৃতিতে বেড়ে ওঠা এ অবোধ প্রাণীগুলোও মোগলিকে ভালবেসে ফেলে। এটাতো আমরা দেখেছি টিভির পর্দায়। কিন্তু টিপ্পি হচ্ছে বাস্তবের এক মোগলি।

ছবিসহ বিস্তারিতঃ এখাওেন

তথ্য সূত্রঃ প্রইম খবর

বিষয়: বিবিধ

৩১৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File