আজ নারীর কোন সম্মান নাই !

লিখেছেন লিখেছেন আলোর সন্ধানে ০২ জুন, ২০১৩, ০৯:৩৬:১৮ সকাল

আজ নারীর কোন সম্মান নাই! নাই কোন মর্যাদা!!

আমি ওই সকল নারীর কথা বলছি, যারা তাদের গৌরবময় আত্ম সম্মান রাস্তায় রাস্তায় বিলিয়ে বেড়ায়!!

সৃষ্টি কর্তা নারীকে পুরুষের জন্য আকর্ষণীয় করে সৃষ্টি করেছে, ওই আকর্ষণ টা ধরে রাখা নারীর দায়িত্ব। কিন্তু এই নারীরা নিজেদেরকে রাস্তা ঘাটে কুকুরের মত বিলিয়ে দেয়। যার ফলে তাদের প্রতি পুরুষের আকর্ষণ কমে যায়। তারা নিজেদের মর্যাদা না ধরে রেখে বলে- আমাদের কে মর্যাদা থেকে বঞ্ছিত করা হচ্ছে। এই সমস্ত নারীরা নিজেদেরকে তো জাহান্নামের হাঞ্জাল বানায় ই, আমাদের মত কিছু সহজ সরল মানুষ কে গুনাহ এর অংশিদার করে।

সর্ব পরি মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, হে আল্লাহ এই সকল নারীদের তুমি হেদায়াত কর। আর তাদের ছায়া থেকে আমাদের হেফাজত কর। (আমীন)

বিষয়: বিবিধ

১১৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File