মারফির প্রেমসূত্র

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০২ জুন, ২০১৩, ১০:০৬:১৪ সকাল

মারফির প্রেমসূত্র

১) ভালোজন অনেক আগেই দখলে চলে গেছে। সুন্দর নর-নারীগণ বহু আগেই প্রেমে আবদ্ধ হয়ে গেছেন, যদি কোনো ব্যতিক্রম লক্ষ করেন, নিশ্চিত জানবেন তাতে কোনো গূঢ় রহস্য আছে।

২) আপনার সঙ্গী বা সঙ্গিনী আপনার চেয়ে যত বেশি সুদর্শন/না, আপনার হৃদয় থেকে তার অবস্থান ততোই দূরবর্তী।

৩) মস্তিষ্ক x সৌন্দর্য x সহজলভ্যতা = ধ্রুব। ধ্রুবের মান সর্বদাই শূন্য।

৪) কখনো কোনো সুন্দরী মহিলা আগ বাড়িয়ে আপনার প্রেমে পড়লে, তিনি যতো বেশি সুন্দরী হবেন, তাঁকে ত্যাগ করাও ততো সহজ এবং আপনার মনোকষ্টও ততো কম হবে।

৫) আপনার প্রতি কারো ভালোবাসার পরিমাণ হলো তার প্রতি আপনার ভালোবাসার পরিমাণের বিপরীত আনুপাতিক। আপনি কাউকে যতো বেশি ভালোবাসবেন, সে আপনাকে ততো কম বাসবে। তার প্রতি আপনার উপেক্ষা যতো বাড়বে, আপনার প্রতি তার ভালোবাসা ততো ঘনীভূত হবে।

৬) টাকা দ্বারা ভালোবাসা কেনা যায় না, তবে টাকা নিশ্চয়ই আপনার ওজন বাড়াতে সক্ষম!

[চলতে পারে--]

বিষয়: বিবিধ

১০৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File